Joe Biden : নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাইডেন, লড়বেন কমলা হ্যারিস

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জো বাইডেন(Joe Biden )। সেই পরিস্থিতিতে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের নয় পদপ্রার্থী হিসেবে কমলা হ্যারিসের নাম সওয়াল করলেন তিনি। কমলার লড়াই হতে চলেছে রিপাবলিকান প্রার্থী তথা প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। আর সেই লড়াইয়ে যদি জিততে পারেন, তাহলে প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে মার্কিন প্রেসিডেন্ট হবেন কমলা। যিনি আপাতত বাইডেনের ডেপুটি হিসেবে কাজ করছেন। অর্থাৎ আপাতত আমেরিকার ভাইস-প্রেসিডেন্ট পদে আছেন।

কী কারণে প্রেসিডেন্ট নির্বাচনের সাড়ে চার মাস আগে ট্রাম্পের সঙ্গে মুখোমুখি লড়াই থেকে সরে দাঁড়ালেন, সে বিষয়ে কিছু জানাননি বাইডেন। তবে সংশ্লিষ্ট মহলের মতে, এটা হওয়ারই ছিল। দীর্ঘদিন ধরে তাঁর অসংখ্য ভুলভ্রান্তি হচ্ছিল। মুখ ফসকে বিভিন্ন কথা বলে ফেলছিলেন। গত ২৭ জুন ট্রাম্পের সঙ্গে বিতর্কের ক্ষেত্রেও বাইডেনের পারফরম্যান্স শোচনীয় হয়েছিল। বয়সের ভাবে বাইডেন যে ন্যুব্জ হয়ে পড়েছেন, সেটা সকলের সামনে নিয়ে এসেছিলেন ট্রাম্প।

সেই পরিস্থিতিতে প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য বাইডেনের উপরে লাগাতার চাপ বাড়ছিল। এমনকী ডেমোক্র্যাটদের অন্দর থেকে কণ্ঠস্বর ক্রমশ জোরালো হচ্ছিল, যাতে বাইডেন সরে দাঁড়ান। শেষপর্যন্ত সেই চাপের মুখে লড়াই থেকে পিছিয়ে এলেন বাইডেন। তবে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এবারের মেয়াদ শেষ করে যাবেন তিনি। ২০২৫ সালের ২০ জুন বেলায় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তাঁর মেয়াদ শেষ হবে। তারপর নয়া প্রেসিডেন্ট দায়িত্বভার গ্রহণ করবেন।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তাঁর আমলে আমেরিকা কী কী সাফল্য অর্জন করেছে, সেটার ব্যাখ্যা করে বাইডেন বলেছেন, ‘আপনাদের প্রেসিডেন্ট হিসেবে যে আমি দায়িত্ব পালন করেছি, সেটা আমার কাছে সবথেকে বড় সম্মানের বিষয়। আমি ফের নির্বাচিত হয়ে আসতে চাইলেও আমার এখন মনে হচ্ছে যে আমার দল, আমার দেশের স্বার্থের জন্য (নির্বাচন থেকে) আমার সরে দাঁড়ানো উচিত এবং প্রেসিডেন্ট হিসেবে আমার যে মেয়াদ বাকি আছে, সেইসময় শুধুমাত্র ওই কাজেই মনোনিবেশ করতে চাই।’

Google news