Juventus FC: দ্বিধা-বিভক্ত ইউরোপিয়ান ফুটবল! সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করল জুভেন্তাস

Juventus FC

ইউরোপিয়ান সুপাল লিগ থেকে অবশেষে নিজেদের সরিয়ে নিয়েছে ইতালিয়ান ক্লাব জুভেন্তাস (Juventus FC)। শুধু সরেই যায়নি, পাশাপাশি ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশন (ইসিএ)-এ পুনরায় যোগ দেওয়ার আবেদন করেছে সিরি-এ’র এই ক্লাবটি। জুভেন্তাস নিজেদের সরিয়ে নেওয়ায় এখন বাকি আছে দুই স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।

ইসিএ ও পিএসজি চেয়ারম্যান নাসের আল খেলাইফি বলেন, ‘ইসিএ এর দরজা সবসময় সেই সব ক্লাবের জন্য উন্মুক্ত, যারা যৌথ স্বার্থে, প্রগতিশীল সংস্কারে বিশ্বাসী এবং সকল স্টেকহোল্ডারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করে।’

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্রতিদ্বন্দ্বী হিসেবে ২০২১ সালে সুপার লিগের আত্মপ্রকাশ ঘটে। সেই সময়ে এই লিগের পক্ষে ছিল মোট ১২টি ক্লাব। ৯টি ক্লাব তাদের সমর্থকদের চাপে কিছুদিন পরেই সুপার লিগ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়। তবে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও জুভেন্তাস এর পক্ষেই ছিল। গত বছর থেকেই ইতালিয়ান ক্লাবটি নিজেদের সরিয়ে নেওয়ার কথা জানিয়ে আসছিল, অবশেষে তা বাস্তবে রূপ নিল।

শুরু থেকেই সুপার লিগকে এগিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন রিয়াল মাদ্রিদ সভাপতি ও সুপার লিগ প্রকল্পের চেয়ারম্যান ফ্লোরেন্তিনো পেরেজ। তার অবস্থান আরও শক্ত হয় গত ডিসেম্বরে। ফিফা ও উয়েফার সুপার লিগ আয়োজন বাঁধা দেওয়াকে আদালত অবৈধ হিসেবে রায় দিলে নতুন করে পরিকল্পনা শুরু করেন পেরেজ।

Google news