jyotipriya Mallick: মমতাদি ব্যাপারটা পুরোটাই জানে”- বললেন জ্যোতিপ্রিয়

Jyotipriya-Mallick-khabaer samay

খবর এইসময় ডেস্ক: রেশন দুর্নীতি মামলার অভিযোগে গত মাসে বৃহস্পতিবার গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। শুক্রবার সকালে স্বাস্থ্যপরীক্ষার জন্য ইডি(ED) দপ্তর থেকে আলিপুর কমান্ড হাসপাতালে(Alipore Command Hospital) যাওয়ার পথে ফের একবার নিজেকে নির্দোষ বলে দাবি করেন। সবটাই ষড়যন্ত্র যার নেপথ্যে রয়েছে বিজেপি এমনটাই আবারও অভিযোগ করেন প্রাক্তন খাদ্যমন্ত্রী।

বিজেপির বিরুদ্ধে ফের তাঁকে ফাঁসানোর অভিযোগ তুললেন রেশন বণ্টন দুর্নীতি মামলায় ইডির হাতে ধৃত বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। শুক্রবার সকালে তাঁর দাবি, ‘আমাকে.ফাঁসানো হয়েছে বিজেপিকে দিয়ে। মমতাদি ব্যাপারটা পুরোটাই জানে। দলের সঙ্গে ছিলাম আছি থাকবো।

বিজেপি আমাকে ফাঁসিয়েছে। আমি মুক্ত, অলরেডি জেনে নিন আমি এর মধ্যে মুক্ত হয়ে গেছি। বিজেপি ফাঁসিয়েছে, মমতা দিয়ে সব জানে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জির সঙ্গে আমি আছি। অবশ্যই দল আছে আমার সঙ্গে

সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন , “মমতাদি-অভিষেক সব জানে। দলের সাথে ছিলাম , আছি, থাকবো। বিজেপি আমাকে ফাঁসিয়েছে। দল আমার পাশে আছে। আমি মুক্ত হয়ে গেছি”। আর কিছুদিনের মধ্যেই তিনি ছাড়া পাবেন এমনটাই আশা প্রকাশ করেন বর্তমান বনমন্ত্রী।

প্রসঙ্গত গত মাসে ব্যবসায়ী বাকিবুর রহমানের গ্রেফতারির পর তদন্তে বারবার নাম উঠে আসে তৎকালীন খাদ্যমন্ত্রী অর্থাৎ বর্তমানের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। তারই সূত্র ধরে মন্ত্রীর বাড়ি পৌঁছে যায় তদন্তকারী দল। ম্যারাথন তল্লাশির পর ইডির হাতে গ্রেফতার হন তিনি। গ্রেফতারের পর একাধিক বার নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন। এছাড়াও অভিযোগ করেন সবটাই বিজেপি ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর চক্রান্ত।

তবে ইডির জালে ধৃত হলেও দলের পাশে তিনি আর তার পাশে দল যে আছে শুক্রবার সেই বার্তাই জোড়ালো করার চেষ্টা করেন জ্যোতিপ্রিয় মল্লিক।

Google news