Kalipuja: কালী ও কল্পনা’য় বাবুয়ানার অন্দরমহল বরানগরে

পল্লব হাজরা, বরানগর:  একটা সময় ছিল শহর কলকাতার ওলিগলিতে দেখা মিলতো পুরনো ঐতিহ্যবাহী বনেদি বাড়ির। মনোরঞ্জন ও বিলাসিতায় মশগুল হতে রাতের পর রাত চলতো জলসা। সেই জলসাঘরে মুখে পান ও ধুতির কোঁচা হাতে সামলে উপস্থিত থাকতেন একাধিক বৃত্তবান পুরুষ। সন্ধ্যে নামতেই জ্বলে উঠতো ঝাড়বাতি।

সারেঙ্গি, তবলা ও নর্তকীর ঘুঙুরের শব্দে, বদলে যেত বাড়ির অন্দরমহল (inner space)। হুঁকো সেজে তাতে টান দেওয়ার ধুম ছিল নেহাত কম না। আজ যদিও সে সব অতীত। তবে তারই কিছুটা খন্ডচিত্র উঠে এলো উত্তরশহরতলীর বরানগরে (baranagar)।

এবছরের শ্যামা পুজোয় ৩৭বছরে পদার্পণ করলো বনহুগলী যুবক সংঘ। এখানে মণ্ডপের অন্দরে প্রবেশ করলে হারিয়ে যেতেই হবে প্রাচীন কলকাতায়। বাবুয়ানা থেকে বনেদিয়ানা প্রকাশ পেয়েছে মণ্ডপসজ্জায়। তবে থিমের (theme) ছোঁয়া থাকলেও বরাবরের মতো মাতৃ প্রতিমা সাবেকি।

Google news