Passes away: প্রয়াত কাজী নজরুল ইসলামের পুত্রবধূ কল্যাণী কাজী, শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী

 

 

খবরএইসময় ডেস্কঃ শুক্রবার সকলে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ কল্যাণী কাজী। মৃত্যু কালীন তাঁর বয়স হয়েছিল ৮৭বছর।

গত নভেম্বর মাসে ক্যান্সারে আক্রান্ত হন সঙ্গীতশিল্পী কল্যাণী কাজী। পরবর্তী সময় নিউমনিয়ার মতো রোগে ভুগছিলেন শিল্পী। প্রথম দিকে দেশপ্রিয় পার্কে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শুরু হলেও পরবর্তী সময়ে এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চালু হয় শিল্পীর। তবে মৃত্যুর সাথে লড়াই করেও শেষ রক্ষা হল না। শুক্রবার ভোর সাড়ে ৫টায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন নজরুলের কনিষ্ঠ পুত্র কাজী অনিরুদ্ধ-র স্ত্রী। শোকের ছায়া নেমে আসে গোটা নজরুল পরিবারে।

 

তাঁর কণ্ঠে নজরুলগীতি এক আলাদা মাত্রা পেয়েছিল। শ্রোতাদের ভূয়সী প্রশংসায়ও পেয়েছেন অনেক। ২০১৫ সালে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ‘সঙ্গীত মহাসম্মান’ প্রদান করে।

 

সঙ্গীতশিল্পীর মৃত্যুর খবর কানে আসতেই শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইট করে লেখেন , “বিশিষ্ট সংগীতশিল্পী এবং কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ তথা কাজী অনিরুদ্ধের স্ত্রী কল্যাণী কাজীর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ সকালে কলকাতায় প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল ৮৭ বছর।

 

তাঁর অসামান্য গায়কীতে গাওয়া নজরুলগীতি শ্রোতাদের মুগ্ধ করে রাখত। পশ্চিমবঙ্গ সরকার ২০১৫ সালে তাঁকে ‘সঙ্গীত মহাসম্মান’ প্রদান করে। তিনি পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম আকাদেমির উপদেষ্টা পরিষদের সদস্যা ছিলেন।

 

কল্যাণী কাজীর প্রয়াণে সঙ্গীত জগতের এক অপূরণীয় ক্ষতি হল।আমি কল্যাণী কাজীর আত্মীয়-পরিজন ও অনুরাগীদের

আন্তরিক সমবেদনা জানাচ্ছি”।

 

শিল্পীর দুই পুত্র এক কন্যা। পরিবার সূত্রে খবর কন্যা আমেরিকা থেকে ফিরে এসে অন্তিমকার্য্য করা হবে। ততক্ষণ পর্যন্ত মৃতদেহ রাখা হবে পিস ওয়ার্ল্ডে। পরবর্তী সময়ে পার্ক সার্কাসে কল্যাণী কাজীর শেষকৃত্য সম্পন্ন হবে।

Google news