কেন্দ্রের লকডাউন নীতি উপেক্ষা খড়গপুর আইআইটির,অভিযোগ বিক্ষোভকারীদের

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর:   মারণ করোনা ভাইরাসের জেরে স্তব্ধ হয়ে যাওয়া গোটা বিশ্ব লকডাউনকে সম্বল করে ঘুরে দাঁড়ানোর পর ক্র্রমশ শুরু হল আনলক পর্ব। তবে নিউ নর্মালে বেশ খানিকটা পথ এগিয়ে এসেও এখনও পর্যন্ত স্বাভাবিক হল না।

লকডাউন প্রত্যাহার করে নিলেও এখনও বেশ কিছু জিনিসের উপর বিধিনিষেধ জারি রেখেছেন কেন্দ্রীয় সরকার। এরপর আর কোনও রাজ্য কেন্দ্রের অনুমতি ছাড়া লকডাউন করতে পারবেনা বলেও ফরমান জারি করা হয় কেন্দ্রীয় সরকারের তরফে। আর সেই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের মত করে লক-ডাউন চালিয়ে যাচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর আইআইটি কর্তৃপক্ষ।

সেই খামখেয়ালিপনার মাশুল দিতে হচ্ছে সাধারণ মানুষকে। এই নীতিতে জর্জরিত ক্যাম্পাসের ভিতরে অবস্থিত বিভিন্ন ব্যবসায়ী থেকে শুরু করে অবসরপ্রাপ্ত কর্মচারী সহ অন্যান্য বহু মানুষ। এমনই অভিযোগ তুলে আইআইটি ক্যাম্পাসে ঢোকার প্রধান এবং বর্তমানে একমাত্র ফটকের সামনে ‘গেট জ্যাম’ কর্মসূচিতে সামিল হয়েছিলেন ভুক্তভোগীরা।

তাঁদের এই প্রতিবাদের সমর্থনে এগিয়ে আসেন স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব। মঙ্গলবার সকাল সাড়ে ৭ টা থেকে সাড়ে ৯ টা অবধি এই অবরোধ চলতে থাকে। দুই ঘন্টা ধরে চলা অবরোধের ফলে ক্যাম্পাসে ঢোকার কিংবা বেরোনোর পথ অবরুদ্ধ হয়ে পড়ে। বাইরের জগৎ থেকে একেবারেই বিচ্ছিন্ন হয়ে পড়ে আইআইটি ক্যাম্পাস।

অবরোধকারিদের বক্তব্য, ‘আনলক ইন্ডিয়া পর্বেও আইআইটি কর্তৃপক্ষ ক্যাম্পাসে প্রবেশের চারটি ফটকের তিনটি ফটকই বন্ধ রেখেছেন, এরফলে বিভিন্ন ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। যাঁদের ক্যাম্পাসের দক্ষিন (প্রেমবাজার ইত্যাদি)দিকে অবস্থান তাঁদের অসুবিধে হচ্ছে সবথেকে বেশি কারণ,    প্রয়োজনে ক্যাম্পাসে প্রবেশ করতে গেলে প্রায় ৩ কিলোমিটারেরও বেশি ঘুর পথে ক্যাম্পাসে প্রবেশ করতে হচ্ছে।’

Google news