22 C
New York
Wednesday, January 15, 2025
Homeজেলার খবরKhardah Death case: স্ত্রীর পরকীয়া সম্পর্ক! স্ত্রী-সন্তানদের বিষ খাইয়ে কুপিয়ে খুন খড়দহে

Khardah Death case: স্ত্রীর পরকীয়া সম্পর্ক! স্ত্রী-সন্তানদের বিষ খাইয়ে কুপিয়ে খুন খড়দহে

Published on

- Ad-
- Ad -
- Ad -
- Ad -

পল্লব হাজরা, খড়দহ :  এ যেন সিনেমার গল্পকে হার মানায়! রিতিমত শিউরে ওঠার মতো ঘটনা খড়দহে (Khardah)। স্বামী জানতে পারেন তার স্ত্রী-র পরকীয়ার (Extra marrital Affaire) কথা। তারপরই তাঁকে কুপিয়ে খুন।সেখানেই শেষ নয়, নিজের ৮ বছরের ছেলে ও মেয়েকে খুন করে নিজেও আত্মহত্যা (Suicide) করেন ওই ব্যক্তি।

ঘটনাটি খড়দহ বলরাম হাসপাতাল সংলগ্ন এমএস মুখার্জি রোডের ঘটনা। সেখানকার করবী আবাসন থেকে উদ্ধার হয়েছে বছর বাহান্নর বৃন্দাবন কর্মকার, স্ত্রী দেবশ্রী কর্মকার, মেয়ে দেবলীনা কর্মকার এবং ছেলে উৎসাহ কর্মকারের দেহ। দেবলীনার বয়স ১৭ বছর, উৎসব ৮ বছরে পা রেখেছে। ঘরের ভিতরে তিন জায়গায় তিনজনের দেহ এবং সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়ছে বৃন্দাবনবাবুর দেহ। সেই ঘর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। তবে ওই সুইসাইড নোট গৃহকর্তা বৃন্দাবন বাবুরই হাতের লেখা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, সুইসাইড নোটে বৃন্দাবনের বয়ান ছিল, স্ত্রীর বিবাহ বহির্ভূত (Extra Marrital Affair) সম্পর্কের কথা। তা তিনি মেনে নিতে পারেননি। সেই কারণে স্ত্রী ও দুই সন্তানকে খুন করে আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক অনুমান তদন্তকারীদের। সুইসাইড নোট থেকে জানা যাচ্ছে, বারাকপুরের (Barrackpore) চিড়িয়ামোড়ে বৃন্দাবনের কাপড়ের দোকান রয়েছে। ব্যবসা এবং সম্পত্তির সবটা দুস্থ কোনও প্রতিষ্ঠানকে দিয়ে দেওয়ার কথা উল্লেখ করেছেন তিনি।

ঘটনার গুরুত্ব বুঝে ঘটনাস্থলে পৌঁছন বারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি (সেন্ট্রাল) আশিস মৌর্য। সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখে বলেন, “ফ্ল্যাটের দরজা ভিতর থেকে বন্ধ করা ছিল। পুলিশ দরজা ভেঙে ঘরে ঢুকে পরিবারের চারজনের মৃতদেহ উদ্ধার করেছে। ফলে বাইরে থেকে কারও ভিতরে প্রবেশ বা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। সেটা যাচাই করা হচ্ছে। ফরেনসিক বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে। আত্মীয় এবং পরিচিতদের সঙ্গে কথা বলা হচ্ছে।”

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বৃন্দাবনবাবুর স্ত্রীর পরকীয়া সম্পর্ক ছিল। সেই সম্পর্কের কথা জানতে পেরে যান তাঁর স্বামী। একাধিকবার বারণও করেন যাতে ওই সম্পর্ক থেকে তিনি বেরিয়ে আসেন। অভিযোগ, মহিলা কর্ণপাত করেননি। এরপরই ধারাল অস্ত্র দিয়ে প্রথমে স্ত্রী পরে এক এক করে ছেলে মেয়েকে খুন করেন তিনি। তারপর নিজেও আত্মঘাতী হন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়দহ থানার পুলিশ। জানা গিয়েছে, ঘর থেকে এই সুইসাইড নোট উদ্ধার হয়েছে। সেখানেই লেখা রয়েছে স্ত্রীর অবৈধ সম্পর্কের কথা।

- Ad -

Latest articles

Arms Deal: প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি! ভারতের সঙ্গে ৪৫০ মিলিয়ন ডলারের চুক্তি করতে চলেছেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি

এখন সবাই নিশ্চয়ই একটি খবর পড়েছেন বা শুনেছেন যে এবার প্রজাতন্ত্র দিবসে (Arms Deal)...

Steve Jobs: কুম্ভে আসতে চেয়েছিলেন স্টিভ জবস, ৫০ বছর আগের সেই চিঠির নিলাম ৪.৩ কোটি টাকায়

অ্যাপল শুরু করার আগে স্টিভ জবস (Steve Jobs) ভারত সফর করেছিলেন। এখানে আসার আগে...

Smriti Irani: লোকসভা নির্বাচনে পরাজয়ের পর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন স্মৃতি ইরানি

মঙ্গলবার বেশ কয়েকজন নতুন সদস্যকে অন্তর্ভুক্ত করে প্রধানমন্ত্রীর জাদুঘর ও গ্রন্থাগারের (পিএমএমএল) সমিতি ও...

Baghajatin: শাসকদলের কাউন্সিলরের মদতেই তৈরি হয়েছিল বাঘাযতীনে ‘বেআইনি বাড়ি’! গর্জে উঠলেন বাসিন্দারা

কলকাতার উত্তর শহরতলির বাঘাযতীনের (Baghajatin) বিদ্যাসাগর কলোনিতে নির্মিত বেআইনি বহুতল "শুভ অ্যাপার্টমেন্ট" নিয়ে চাঞ্চল্য...

More like this

Arms Deal: প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি! ভারতের সঙ্গে ৪৫০ মিলিয়ন ডলারের চুক্তি করতে চলেছেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি

এখন সবাই নিশ্চয়ই একটি খবর পড়েছেন বা শুনেছেন যে এবার প্রজাতন্ত্র দিবসে (Arms Deal)...

Steve Jobs: কুম্ভে আসতে চেয়েছিলেন স্টিভ জবস, ৫০ বছর আগের সেই চিঠির নিলাম ৪.৩ কোটি টাকায়

অ্যাপল শুরু করার আগে স্টিভ জবস (Steve Jobs) ভারত সফর করেছিলেন। এখানে আসার আগে...

Smriti Irani: লোকসভা নির্বাচনে পরাজয়ের পর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন স্মৃতি ইরানি

মঙ্গলবার বেশ কয়েকজন নতুন সদস্যকে অন্তর্ভুক্ত করে প্রধানমন্ত্রীর জাদুঘর ও গ্রন্থাগারের (পিএমএমএল) সমিতি ও...