Kolkata Metro: গঙ্গাবক্ষের তলায় লক্ষ্মীলাভ! রেকর্ড যাত্রীর ভিড় মেট্রোয়

Esplanede-Howrah-Metro.jpg

এসপ্লেনেড-হাওড়া মেট্রো (Kolkata Metro) শুরু হওয়ার আগে থেকেই উন্মাদনা ছিল তুঙ্গে। সেই উন্মাদনা যে বাস্তবের খাতায় কলমে লক্ষ্মীলাভ ঘটাবে, সেই ব্যাপারে খুব একটা কেউ আশাবাদী ছিলেন না। কিন্তু সেই আশা যে বাস্তবে পরিণত হবে, সেটা এত তাড়াতাড়ি কেউ ভাবেননি। মেট্রো রেলের তরফে জানা গিয়েছে যে রেকর্ড সংখ্যক যাত্রী চলাচল করেছে হাওড়া-এসপ্লেনেড মেট্রোতে। শুধু তাই নয় তাতেই মেট্রোর লক্ষ্মীলাভ হয়েছে বিপুল।

রেলের মুখ জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, গত ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত দুমাসে বিপুল সংখ্যক যাত্রী ওই দুটি রুটে যাতায়াত করেছেন। গ্রিন লাইন ওয়ান হিসাবে পরিচিত সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ রুটে দুমাসে ২১ লক্ষ যাত্রী যাতায়াত করেছেন। তার ফলে আয় হয়েছে ৩ কোটি ১১ লক্ষ টাকা। গত দুমাসে ২৪ লক্ষ যাত্রী যাতায়াত করেছেন গ্রিন লাইন টু হিসাবে পরিচিত এসপ্ল্যানেড থেকে হাওড়া রুটে। তার ফলে মেট্রোর আয় হয়েছে ৩ কোটি ৪০ লক্ষ টাকা।

আবার অন্যদিকে গত দুমাসে যাত্রী সংখ্যার নিরিখে অনেকটাই পিছিয়ে অন্যান্য মেট্রো রুট। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ অর্থাৎ ব্লু লাইন ৩ কোটি ৩ লক্ষ যাত্রী এই দুমাসে যাতায়াত করেছেন। মেট্রোর আয় হয়েছে ৪৫ কোটি ৮৩ লক্ষ আয়। অরেঞ্জ লাইনে ৫৫ হাজার যাত্রী যাতায়াত করায় আয় হয়েছে ১১ লক্ষ ৬৪ হাজার টাকা। পার্পেল লাইনে ২৭ হাজার যাত্রী যাতায়াত করেছেন। তার ফলে গত দুমাসে আয় হয়েছে ৩ লক্ষ ৯৮ হাজার। যা হাওড়া-এসপ্ল্যানেড মেট্রো রুটের তুলনায় অনেকটাই কম।

Google news