Kunal Ghosh: সুপারস্টার বলেই এত সাহস পায়! দেবকে নিয়ে ফের বিস্ফোরক কুণাল ঘোষ

আরজি কর কাণ্ডে বেশ অস্বস্তিতে শাসক দলের। শাসক দলের একাধিক শীর্ষ স্থানীয় নেতা  কলকাতা পুলিশের বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ করেছেন। সরাসরি নাগরিক মিছিলে অংশগ্রহণ করেছেন। এই পরিস্থিতি তৃণমূলের অস্বস্তি কয়েকগুন বাড়িয়ে দেব ও কুণাল ঘোষের (Kunal Ghosh) দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। কুণাল ঘোষ সরাসরি টুইট করে দেবকে আক্রমণ করেন। সেখানে তিনি বলেন, “দেব সুপারস্টার বলেই সরাসরি মুখ্যমন্ত্রীর নাম সরিয়ে দেওয়ার সাহস পায়।” এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি তুলে ধরেছেন কুণাল ঘোষ।

ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের ছবি টুইটারে পোস্ট করেছেন তিনি। পাশাপাশি তিনি  (Kunal Ghosh) লিখেছেন, “ঘাটাল হাসপাতালে ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেছিলেন স্বয়ং  মমতা বন্দ্যোপাধ্যায়। ১২ মার্চ ভার্চুয়ালি তিনি উদ্বোধন করেন। সেই সময় স্থানীয় কর্তাব্যক্তিরাও উপস্থিত ছিলেন। এবার ৮/৯ ঐ একই ইউনিটের উদ্বোধন করলেন সাংসদ দেব। উদ্বোধক হিসেবে মুখ্যমন্ত্রীর নাম পাল্টে সাংসদের নাম দেওয়া হয়। সুপারস্টার একেই বলে। এলাকার মানুষ তো অবাক!! Congrats Deb.” কুণাল ঘোষ জানিয়েছেন, এই ঘটনায় এলাকার সাধারণ মানুষ যেমন অবাক তেমনি বিরক্ত।

এই প্রসঙ্গে বিজেপি নেতা সজল ঘোষ বলেন, “আইন অনুসারে দেব এটা করতেই পারেন। তিনি এমনভাব দেখাচ্ছেন যেন তাঁদের টাকায় সমস্ত কাজ হচ্ছে। এই কাজ জনগণের ট্যাক্সের টাকায় হচ্ছে। এটা পার্টি ফান্ডের টাকায় হচ্ছে না। এই ফান্ডের আসল মালিক আমরা। সাধারণ জনগণ। এতে বড়াই করার কিছু নেই।” যদিও এই নিয়ে তৃণমূলের অন্য কোনও নেতাকে মুখ খুলতে দেখতে পাওয়া যায়নি।

তবে ঘাটালের সাধারণ মানুষ জানিয়েছেন, একথা ঠিক মুখ্যমন্ত্রী এই ইউনিটের উদ্বোধন করেছিলেন। কিন্তু পরিসেবা চালু হয়নি। কিন্তু সাংসদ দেব পরিসেবা চালু করলেন। সেই কারণে দেবের নাম এখানে সাংসদ হিসেবে থাকতেই পারে। সম্প্রতি দেব চাঁচাছোলা ভাষায় নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি বলেন, “এই কন্যাশ্রী, রূপশ্রী বা বেটি বাঁচাওয়ের কোনও মানে নেই, যদি আমরা আমাদের দেশের মেয়েদের না বাঁচাতে পারি।”

Google news