রিক্সাওয়ালাদের জন্য রুটি

মদনমোহন সামন্ত, কলকাতা: লকডাউন থাক বা না থাক, বিধিনিষেধের গেরোতে দিন আনি দিন খাইয়েরা পড়েছেন ফাঁপরে। একে তো গণপরিবহনে না, তায় কোভিড টিকা না নিলে রেলে চড়া মানা। আধার কার্ড হাতের কাছে না থাকাতে টিকা নিতে আঁধার। এসব মানুষের একাংশ আবার ভিন রাজ্যবাসী। তাঁরা না পারছেন নিজের বাড়ি ফিরতে, না পারছেন দু’বেলা খেতে।

এমন কিছু রিক্সাওয়ালাদের জন্য আজ কলকাতা পুরসভার ৬৮নম্বর ওয়ার্ডের সমন্বায়ক সুদর্শনা মুখার্জীর উদ্যোগে শুরু হল রোজ একবেলা রুটির ব্যবস্থা। ওয়ার্ডের সিটিজেন্স পার্কের পাশে সিটিজেন্স পার্ক লেডিজ গ্রুপের সদস্যারা তাঁর উপস্থিতিতে লক্ষ্মীশ্রী প্রকল্পে ৮৫জন রিক্সাওয়ালাদের হাতে কোভিড বিধি মেনে তুলে দিলেন তাঁদের তৈরি রুটি আর আলুর দম। সঙ্গে একটু মিষ্টি। পাড়ার গোষ্ঠীদের এই উদ্যোগে সামিল করে কাছাকাছি থাকা বিপন্ন মানুষদের মুখে অন্ন জোগানোর এই কাজ চলবে যতদিন লকডাউনের বিধিনিষেধ বলবৎ থাকবে ততদিন।

Google news