Lok Sabha Election 2024: ভোটের মুখে দেদার বিকোচ্ছে রাজনৈতিক ‘মিষ্টি’!

in the showcase of the sweet shop you can see the sandesh decorated with the symbols of all he parties

লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) বাঙালির প্রিয় মিষ্টিতে রাজনীতির রঙ। থরে থরে পাশাপাশি সাজানো সন্দেশের ট্রে। স্বাদে এক হলেও কোনওটিতে জ্বলজ্বল করছে ঘাসফুল, পদ্মফুল, কোনওটায় কাস্তে-হাতুড়ি-তারা। দেদার বিকোচ্ছে সেইসব সন্দেশ। অভিনব এই ভাবনা দেখা গিয়েছে মেদিনীপুরের এক মিষ্টির দোকানে।

বিজয় উৎসব থেকে শুরু করে সবরকম আনন্দ অনুষ্ঠানেই মিষ্টিমুখ প্রচলিত প্রথা। লাড্ডুর পাশাপাশি সন্দেশ, কালাকাঁদও যথেষ্ট জনপ্রিয়। কিন্তু ভোটের মরশুমে নজর কাড়ছে অন্যরকম মিষ্টি। মেদিনীপুর শহরের পঞ্চুরচকের এক মিষ্টির দোকানে বিকোচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীকের ছাপ দেওয়া বিশেষ সন্দেশ। দাম ১৫ টাকা থেকে ২০ টাকার মধ্যে। ইতিমধ্যেই তা বেশ জনপ্রিয়ও হয়েছে। তবে সবথেকে বেশি বিকোচ্ছে ঘাসফুল এবং পদ্মফুল ছাপ দেওয়া সন্দেশই।

রাজনৈতিক দলগুলির কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষও কিনে নিয়ে যাচ্ছেন ওই সন্দেশ। এ বিষয়ে দোকানের কর্ণধার তথা দুই বোন মেঘাশ্রী ও শিল্পাশ্রীর কথায়, নির্বাচন তথা ভোটাধিকারকে উৎসাহ দিতে এই পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন কিছু করার ভাবনা ছিল। সেই ভাবনা থেকেই মোটামুটিভাবে সব রাজনৈতিক দলকেই উৎসাহ দিতে বিশেষ ধরনের এই সন্দেশ তৈরি করা হয়েছে। সাধারণ মানুষকে রাজনীতি নিয়ে সচেতন করাটাও একটা লক্ষ‌্য। চাহিদাও আছে ভালো। আগামিদিনে আরও নতুন কিছু করার পরিকল্পনা আছে।

Google news