Loksabha Election 2024: বরানগরে ৩টি ওয়ার্ডে ঘুরে প্রচার সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীর

বাংলাকে কি সর্বনাশ করেছে এই সরকার।সর্বনাশের হাত থেকে রক্ষা করতে হবে বাংলাকে। সোমবার বরানগরে লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) প্রচার এসে বললেন দমদমের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী।

পল্লব হাজরা, বরানগর: লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) নির্ঘন্ট বেজে যাওয়ার সাথে সাথে প্রচারের আসরে নেমে পড়েছে বিরোধী থেকে শাসক দলের উভয়পক্ষ। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ১৮-তম লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করার পর থেকে এক সেকেন্ড নষ্ট করতে রাজি নয় প্রার্থীরা। বেশ কিছু কেন্দ্র প্রার্থী তালিকা চূড়ান্ত না হলেও কর্মীদের মধ্যে উৎসাহের কমতি নেই।

সোমবার সপ্তাহের শুরুতে বরানগরে ১ , ১৪ এবং ১৫ নং ওয়ার্ডে জন সংযোগ সারেন এবারের লোকসভা নির্বাচনে (Loksabha Election 2024) দমদম কেন্দ্রের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। প্রার্থী হিসেবে বরানগর বিধানসভায় এই প্রথম তার প্রচার। এদিন ডানলপ গুরুদুয়ারে এসে ভক্তদের সাথেও কথা বলতে দেখা যায় সিপিএম প্রার্থীকে। সোমবার ডানলপ বিক্রম সুপার মার্কেটে আগত ক্রেতা ও বিক্রেতাদের সাথে জনসংযোগ সারেন সুজন চক্রবর্তী।

এদিন খবর এইসময়ের ক্যামেরার মুখোমুখি হয়ে সুজন চক্রবর্তী বলেন ১৫ বছরের সাংসদ দমদমের সৌগত বাবু। এখানে তাদের সরকার আছে। তারা প্রথমে বলতে পারবে তো কি ধরনের সর্বনাশটি করেছে? এই বাংলাকে সর্বনাশের হাত থেকে রক্ষা করতে হবে এটাই আমাদের কাজ । মানুষ সর্ব শক্তিমান। মানুষ বুঝে গেছেন তারা কি বিপদে পড়েছেন। মানুষই তার দায়িত্ব নেবেন এতে কোন সন্দেহ নেই। যারা আগে ক্ষমতায় ছিলেন তারা কি করেছিলেন মানুষ তা এখন বুঝতে পারছেন। এখানে মানুষের প্রতিক্রিয়া মিলছে যথেষ্ট।

এদিন প্রার্থীকে নিয়ে কর্মীদের মধ্যে উন্মাদনা ছিল লক্ষণীয়। কর্মীদের সাথে পায়ে পা মিলিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যান প্রার্থী নিজে। প্রার্থীকে পাশে নিয়ে মানুষের কাছে পৌঁছে যান প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য্য।

নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী বাংলায় এবার ৭ দফায় মোট ৫৪৩কেন্দ্রে চলবে ভোট গ্রহণ। ১৯ এপ্রিল থেকে ১জুন চলবে ৭দফায় চলবে নির্বাচন পর্ব। যার মধ্যে ১জুন অর্থাৎ শেষ দফায় দমদম লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ। তবে ৪২টি আসনে কোন দল জয়ের শেষ হাসি হাসবে তা জানতে হলে অপেক্ষা করতে হবে ৪জুন ভোটের ফলাফলের উপর।

Google news