Lok Sabha Election 2024: ভোটের মুখে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য রানাঘাটে

day-before-election-bomb-re

রাত পোহালেই লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) চতুর্থ দফার ভোট। আর প্রতিটা দফার মতো এইবারও সতর্ক নির্বাচন কমিশন। তবে ভোটের আগে ফের বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল রানাঘাটে। রানাঘাট লোকসভার কৃষ্ণগঞ্জ বিধানসভার সীমান্তবর্তী ভাজনঘাট গ্রামে উদ্ধার হয় বোমা। রবিবার সকালে বিজেপির পঞ্চায়েত সদস্যের বাড়ির পাশ থেকে বস্তায় বন্দি বোমা উদ্ধার হয়েছে। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক উত্তাপ। বিরোধী, শাসক একে অন্যের প্রতি অভিযোগ করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় এক গৃহবধূ বিজেপি নেতা দিবাকর রায়ের বাড়ির উঠোনে একটি মুখবন্ধ বস্তা দেখতে পান। সন্দেহ হতেই দিবাকর ও আশেপাশের লোকদের ডেকে আনেন। বস্তার মুখ খুলে তাঁরা দেখেন রয়েছে তাজা বোমা।সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, ওই একালায় বিজেপির ঘাঁটি শক্ত, তাই তৃণমূল দুষ্কৃতী দিয়ে এমন কাজ ঘটিয়েছে বলে অভিযোগ। তবে অন্যদিকে তৃণমূলের অভিযোগ বিজেপি ভোটে সন্ত্রাস করবে বলে বোমা জোগাড় করে রেখেছে। ভোটের (Lok Sabha Election 2024) মুখে বোমার উদ্ধারের ঘটনায় এলাকায় ভয়ের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় শৈবাল অধিকারী বলেন, ‘আমাদের এই অঞ্চলে কোন ঝামেলা ঝঞ্ঝাট নেই, শান্তিপূর্ণ ভোট হয় সবচেয়ে বড় কথা নিজের পছন্দের লোককেই ভোট দিতে পারি আমরা। তবে এইবার দেখছি বোমা পাওয়া গেল, এর আগে এমনটা হয়নি, আসলে এখানে বিজেপি বেশি ভোট পায় তাই হয়তো তৃণমূলের কেউ রেখে বদনাম করছে।’

Google news