সরকার গড়তে কোনও বাধা না পেলেও, স্পিকার (Loksabha Speaker) পদ নিয়ে দোটানায় পড়েছে এনডিএ। স্পিকার পদ কে পাবে, তা নিয়ে টানাটানি চলছে টিডিপির সঙ্গে। অন্যদিকে, কংগ্রেসও আবার ডেপুটি স্পিকারের পদ দাবি করতে পারে। এরইমাঝে সূত্রের খবর, সহমতের ভিত্তিতে স্পিকার নির্বাচন করতে উদ্যোগী বিজেপি।
২০১৪ এবং ২০১৯ সালে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা থাকার কারণে স্পিকার পদে কোনও নির্বাচন হয়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার (Loksabha Speaker) পদে নির্বাচিত হন সুমিত্রা মহাজন এবং ওম বিড়লা। কিন্তু এবার চিত্রটা আলাদা। একক সংখ্য়াগরিষ্ঠতা পায়নি বিজেপি। সরকার গড়তে জোটসঙ্গী টিডিপি ও জেডিইউ-র মুখাপেক্ষীই হতে হয়েছে তাদের। আর সুযোগ বুঝে দাবি-দাওয়া বেড়েছে জোটসঙ্গীদেরও।
ভোটের ফল প্রকাশের পরই জানা গিয়েছিল, স্পিকার পদের দাবি জানিয়েছে চন্দ্রবাবু নাইডুর টিডিপি। বিজেপি সেই দাবি মানবে কি না, তা জানা যাবে অধিবেশন বসলেই। অন্যদিকে, ডেপুটি স্পিকার পদ নিয়েও আতান্তরে পড়েছে কেন্দ্রের শাসক দল।
এবার ডেপুটি স্পিকার পদের দাবিদার বিরোধীরা। তাদের দাবি, রীতি অনুযায়ী ডেপুটি স্পিকার পদ বিরোধীদের পাওয়া উচিত। এবার তাদের স্পিকার পদ দিতে হবে। যদি ডেপুটি স্পিকার পদ না দেওয়া হয়, তবে স্পিকার পদে তারাও প্রার্থী দাঁড় করাবে।
প্রসঙ্গত, ২০০৪ এবং ২০০৯ সালে ডেপুটি স্পিকার পদ বিজেপিকে ছেড়ে দিয়েছিল কংগ্রেস। ২০০৪ ও ২০০৯ সালে ডেপুটি স্পিকার হয়েছিলেন বিজেপির চরণজিৎ সিং ওটওয়াল এবং কারিয়া মুন্ডা। ২০১৪ সালে ডেপুটি স্পিকার পদ এআইএডিএমকে(AIADMK)-র থাম্বি দুরাইকে দেওয়া হলেও ২০১৯ থেকে ২০২৪ ডেপুটি স্পিকার পদ খালি রেখেছিল বিজেপি।
এবার বিজেপি সহমতের ভিত্তিতেই স্পিকার নির্বাচন করতে আগ্রহী। তবে কোন পদ কাকে দেওয়া হবে, সেই চিত্র এখনও স্পষ্ট নয়।
তবে, সূত্রে খবর, যদি কংগ্রেস বিরোধী দলনেতার পদ পায়, তাহলে ইন্ডিয়া জোটের অন্য শরিক দলগুলিও ডেপুটি স্পিকার পদের দাবি জানাতে পারে।