- Ad-
ছেলেকে সঠিক পথে ফেরানোর জন্য নেশামুক্তি কেন্দ্রে পাঠিয়েছিলেন বাবা। কিন্তু হিতে বিপরীত হল। নেশামুক্তি কেন্দ্র থেকে ফিরে বাবাকেই খুন করল ছেলে। ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে (Madhya Pradesh)।বৃহস্পতিবার মধ্যপ্রদেশের মোরেনা জেলার দত্তপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে। অভিযুক্ত তরুণের নাম সুধাংশু কদম। বয়স ৩২ বছর। মৃতের নাম রবি কদম (৬৫)।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যকে প্রকাশিত খবরের সূত্রে জানা গিয়েছে যে, রবিকে খুন করার পর বাড়ি থেকে পালিয়ে যান সুধাংশু। তাঁকে খুঁজে বার করতে অভিযানে নেমেছে মধ্যপ্রদেশ(Madhya Pradesh)পুলিশ। ৩২ বছরের সুধাংশুর মাদকের নেশা ছাড়ানোর জন্য তাঁর বাবা রবি এবং তাঁর মা শকুন্তলা তাঁকে একটি নেশামুক্তি কেন্দ্রে পাঠিয়েছিলেন। সেখানে কিছু দিন চিকিৎসা চলার পর আবার বাড়ি ফিরে আসেন সুধাংশু। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রবির সঙ্গে অশান্তি হচ্ছিল সুধাংশুর।
আরও জানা গিয়েছে যে, খেলার ব্যাট দিয়ে বাবার মাথা ফাটিয়ে খুন করেন তিনি। স্বামীকে বাঁচানোর জন্য এগিয়ে যান শকুন্তলা। পুলিশের দাবি, ব্যাট দিয়ে মেরে মায়ের মাথাও ফাটিয়ে দেন সুধাংশু। গুরুতর আহত অবস্থায় শকুন্তলাকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়। এই ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ।
- Ad -