22 C
New York
Wednesday, January 15, 2025
Homeজেলার খবরভারতীয় পরিচয়ে রেল কর্মচারীকে বিয়ে! খড়গপুরে গ্রেপ্তার বাংলাদেশী ললনা

ভারতীয় পরিচয়ে রেল কর্মচারীকে বিয়ে! খড়গপুরে গ্রেপ্তার বাংলাদেশী ললনা

Published on

- Ad-
- Ad -
- Ad -
- Ad -

নিজস্ব প্রতিনিধি, খড়গপুরঃ রীতিমতো ভারতের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, স্কুল ছাড়ার সার্টিফিকেট দেখিয়ে তৈরি করেছিলেন ভারতীয় পাসপোর্ট। আর তার ভিত্তিতেই নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দিয়ে বিয়েও করেছিলেন এক রেল কর্মচারীকে। সংসারও চলছিল জমজমাট৷ কিন্তু শেষরক্ষা হলনা। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গ্রেপ্তার করল ভারতীয় নাগরিকের ছদ্মবেশে থাকা এক বাংলাদেশি ললনাকে। যা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর পৌরসভার ৬নম্বর ওয়ার্ড ভবানীপুর এলাকার দেবলপুরে। পুলিশের হাতে আটক হওয়া ওই বাঙলাদেশী ললনার নাম জুলি দাস। পুলিশ ১৯৪৬ সালের বিদেশী নাগরিকত্ব আইন এবং ১৯৬৭ সালের ১২ পাসপোর্টে আইন সহ আরও কয়েকটি ধারায় মামলা রুজু করে তাকে আদালতে পেশ করার পর আরও জিজ্ঞাসা বাদের করার উদ্দেশ্যে ৫দিনের জন্য নিজেদের হেফাজতে নেয়।

পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ওই বাংলাদেশিনীর জুলি দাসের বিয়ের আগে পদবি ছিল দে। সে ২০১৮ সালের আগে ভারতে আসে তারপর এখানেই থেকে যায়। তাঁর একটি বাংলাদেশি পাসপোর্ট ছিল যার মেয়াদ ২০১৮ সালের জুলাই মাসেই শেষ হয়ে যায়। ইতিমধ্যেই ভবানীপুরের দেবলপুরের বাসিন্দা দেবাশিস দাস নামে এক যুবককে বিয়ে করে জুলি। দেবাশিস খড়্গপুরে রেলের ওয়ার্কশপে কাজ করে। এরপর একে একে ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, আধার কার্ড এমনকি স্কুল ছাড়ার সার্টিফিকেট নিজের নামে বানিয়ে ফেলে সে। তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে থাকায় সব তথ্য এখুনি পুলিশের হাতে আসেনি। জুলির মা বিধবা জ্যোৎস্না রানী দে সম্ভবত বাংলাদেশেই থাকে(এখনও নিশ্চিত করে বলা যায়নি) মায়ের সঙ্গে দেখা করা কিংবা অন্য কারনে বাংলাদেশ যেতে চাইছিল জুলি আর সেই কারনে সে একটি ভারতীয় পাসপোর্ট বানানোর উদ্যোগ নেয়। ওই সমস্ত নথিপত্রের ভিত্তিতে জুলি সেই পাসপোর্ট পেয়েও যায় যদিও ভারতের পাসপোর্ট পরিষেবার কলকাতা আঞ্চলিক কেন্দ্র জুলির দেওয়া তথ্যগুলি তখনও ভেরিফেকশন করে যাচ্ছিল। এই ভেরিফেকশন পর্বেই পাসপোর্ট অফিসের কর্তারা জুলির দেওয়া নথি গুলি সম্পর্কে সন্দেহ প্রকাশ করে। ২০১৯ য়ের আগস্ট মাসে এই ভেরিফিকেশন পর্বেই বোঝা যায় নথি গুলি নিয়ে সন্দেহের যথেষ্ট অবকাশ রয়েছে। তাঁরা বিষয়টি পশ্চিম মেদিনীপুর গোয়েন্দা পুলিশ ডিআইবিকে জানান। তদন্ত শুরু করে ডিআইবি প্রাথমিক তদন্ত করে নিশ্চিত হওয়ার পর ২০২০ জানুয়ারি মাসে ডিআইবির এক সাব ইন্সপেক্টর অমিত অধিকারী একটি মামলা দায়ের করেন খড়গপুর পুলিশের কাছে। খড়গপুর পুলিশ বিস্তারিত তদন্ত ও খোঁজ খবর নিতে থাকে। এরই মধ্যে করোনা এবং লকডাউন শুরু হয়ে গেলে পুলিশ ব্যস্ত হয়ে পড়ে। এরপর অবস্থা কিছুটা স্বাভাবিক হলে ফের মামলাটি নিয়ে নড়ে চড়ে বসে পুলিশ। অবশেষে বুধবার গ্রেপ্তার করা হয় জুলিকে।
পুলিশের প্রাথমিক ধারনা বাবার মৃত্যুর পর মায়ের সাথে ভারতে আত্মীয়দের কাছে এসেছিল জুলি। তারপর এখানে বিয়ে দিয়ে মা বাংলাদেশ চলে গেছেন বা এদেশেরই অন্য কোথাও রয়েছেন। পুলিশ সেটাও খতিয়ে দেখছেন। পুলিশের এও অনুমান ২০১৫ সালে বিয়ে হয়েছিল তাঁর। তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে এ সমস্ত কিছুরই হদিস পেতে চাইছে পুলিশ। কী ভাবে কোন পথে জুলি ভারতীয় পরিচয় পত্র জনিত নথি গুলি জোগাড় করেছিলেন তাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক।

- Ad -

Latest articles

Google search on Mahakumbh: মহাকুম্ভে সারা বিশ্বের চোখ, গুগল সার্চের মাধ্যমে তথ্য খুঁজছে; শীর্ষে এই মুসলিম দেশ

ভারতীয় সংস্কৃতি ও পরিচয়ের প্রতীক কুম্ভ মেলা (Google search on Mahakumbh) এখন আর ভারতের...

Indian Navy: সমুদ্রে নামল ভারতের তিন যোদ্ধা! আইএনএস সুরাত, নীলগিরি এবং ওয়াঘশির দেশকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার মুম্বাইয়ের ভারতীয় নৌবাহিনীর (Indian Navy) ডকইয়ার্ডে পৌঁছন। তিনি ভারতীয় নৌবাহিনীর...

Ravichandran Ashwin: “আমি আরও খেলতে পারতাম কিন্তু…”, অবসরের পেছনের পুরো সত্যটা প্রকাশ করলেন অশ্বিন

বর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার কাছে ১-৩ ব্যবধানে হেরেছে ভারত। এই সফরে ভারতীয় খেলোয়াড়দের পারফরম্যান্স ছাড়াও...

Record Tourist in Goa: গোয়ার পর্যটন তথ্য প্রকাশ্যে আসতেই ভেস্তে গেল চীনের অপপ্রচার

গোয়ায় রেকর্ড পরিমাণ পর্যটক (Record Tourist in Goa) আগমনের খবর সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর...

More like this

Google search on Mahakumbh: মহাকুম্ভে সারা বিশ্বের চোখ, গুগল সার্চের মাধ্যমে তথ্য খুঁজছে; শীর্ষে এই মুসলিম দেশ

ভারতীয় সংস্কৃতি ও পরিচয়ের প্রতীক কুম্ভ মেলা (Google search on Mahakumbh) এখন আর ভারতের...

Indian Navy: সমুদ্রে নামল ভারতের তিন যোদ্ধা! আইএনএস সুরাত, নীলগিরি এবং ওয়াঘশির দেশকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার মুম্বাইয়ের ভারতীয় নৌবাহিনীর (Indian Navy) ডকইয়ার্ডে পৌঁছন। তিনি ভারতীয় নৌবাহিনীর...

Ravichandran Ashwin: “আমি আরও খেলতে পারতাম কিন্তু…”, অবসরের পেছনের পুরো সত্যটা প্রকাশ করলেন অশ্বিন

বর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার কাছে ১-৩ ব্যবধানে হেরেছে ভারত। এই সফরে ভারতীয় খেলোয়াড়দের পারফরম্যান্স ছাড়াও...