ভর সন্ধ্যায় আগুন চাঁদনীচক মার্কেট চত্বরে, ঘটনায় ৪টি দমকল ইঞ্জিন

 

কলকাতা: ফের একবার আগুনের গ্রাসে শহর তিলোত্তমা। শুক্রবার সন্ধ্যা ৬:৪৫ আচমকাই ধোঁয়ায় ঢাকে চাঁদনীচক মার্কেট চত্বর। চাঁদনীচক মার্কেট সংলগ্ন ৮ ম্যাডান স্ট্রিটের এক বহুতলের পাঁচতলা থেকে ছড়ায় আগুন। বহুতলে এল আই সি সহ একাধিক অফিস ও কোয়াটার্স থাকায় প্রাণ সংশয়ের আশঙ্কা ক্রমশই জোড়ালো হতে থাকে।

 

ঘটনাটি প্রত্যক্ষদর্শীদের নজরে আসায় তড়িঘড়ি খবর যায় দমকলে। ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন নিয়ে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন দমকল বিভাগের কর্মীরা। বহুতলে আটকে থাকা আবাসিক ও কর্মচারীদের সুরক্ষিতভাবে নিচে নামিয়ে আনার চেষ্টা চলছে। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী প্রাথমিকভাবে এসি মেশিন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত।

জানা যাচ্ছে বৈদ্যুতিক তার মজুত থাকায় আগুন ছড়িয়ে যেতে উপযোগী হয়ে ওঠে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত স্পষ্ট না হলেও একাধিক নথি ভস্মীভূত হয়ে গেছে বলে অনুমান করা হচ্ছে। পাশাপাশি মার্কেট ও একাধিক বহুতল থাকায় তীব্র চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয় এলাকা জুড়ে। তবে ঠিক কি কারনে অগ্নিকাণ্ড তা ক্ষতিয়ে দেখছে দমকল ও পুলিশ। অগ্নিনির্বাপক ব্যবস্থা কতটা মজবুত ছিল তাও ক্ষতিয়ে দেখা হবে দমকলের পক্ষ থেকে।

Google news