Messi-Ronaldo: ফুটবলে মেসি-রোনাল্ডো যুগ কি অতীত? ২০০৩ সালের পর ব্যালন ডি’অরের তালিকায় নেই দুই মহাতারকার নাম

একটা সময় ব্যালন ডি’অর মানেই ছিল লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনাল্ডর (Messi-Ronaldo) আধিপত্য। যৌথভাবে এই দুই মহাতারকার দখলে আছে ১৩টি ব্যালন ডি’অর। তবে, কেরিয়ারের শেষলগ্নে এসে আর সেই আধিপত্য ধরে রাখতে পারলেন না এই দুই তারকা। তাদের কেউই নেই ২০২৪ এর ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায়। ২০০৩ সালের পর এই প্রথম এ দুই মহাতারকা মনোনয়ন পেলেন না। প্যারিসের থিয়েটার দু শাতেলেতে আগামী ২৮ অক্টোবর এই পুরস্কার দেওয়া হবে।

The Ballon d'Or has become a meaningless accolade thanks to stupid logic and voter fatigue

বুধবার ব্যালন ডি’অর প্রত্যাশী ৩০ জনের নাম প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল সাময়িকী। এই তালিকায় নেই মেসি-রোনাল্ডোর (Messi-Ronaldo) মতো বিশ্বখ্যাত তারকারা। ২০২৩ সালের ব্যালন ডি’অরের প্রাথমিক তালিকা থেকে বাদ পড়েছিলেন রোনালদো। সেবারই নজির গড়ে অষ্টমবার ব্যালন ডি’অর উঠেছিল মেসির হাতে। তাহলে কি বিশ্ব ফুটবলে শেষ মেসি-রোনাল্ডো (Messi-Ronaldo) যুগ? ইঙ্গিত মিলতেই মন খারাপের সুর ফুটবলপ্রেমীদের মনে।

Cristiano Ronaldo for the Ballon d'Or? | MARCA in English

ব্যালন ডি’অর ২০২৪ এর জন্য (Messi-Ronaldo) মনোনীত ৩০ পুরুষ ফুটবলার: এমিলিয়ানো মার্তিনেজ, জুড বেলিংহাম, ফিল ফোডেন, ফেডেরিকো ভালভার্দে, রুবেন দিয়াস, আর্লিং হলান্ড, নিকো উইলিয়ামস, গ্রানিত শাকা, আরতেম ডোভবিক, টনি ক্রুস, ভিনিসিয়াস জুনিয়র, দানি ওলমো, ফ্লোরিয়ান উইর্টজ, মারটিন ওডেগার্ড, ম্যাট হামেলস, কোল পালমার, হ্যারি কেইন, রদ্রি, ডেকলান রাইস, ভিতিনহা, লামিন ইয়ামাল, দানি কারভাহাল, উইলিয়াম সালিবা, বুকায়ো সাকা, হাকান কালহানগলু, কিলিয়ান এমবাপ্পে, আন্তোনিও রুদিগার, আদেমোলা লুকম্যান, আলেহান্দ্রো গ্রিমালডো এবং লাউতারো মার্তিনেজ।

এ বছরের ব্যালন ডি’অর পুরস্কার ঘোষণা করা হবে ২৮ অক্টোবর। পুরস্কারের লড়াইয়ে যারা আছেন, তাদের ২০২৩ সালের ১ আগস্ট থেকে ২০২৪ সালের ৩১ জুলাই পর্যন্ত পারফরম্যান্সকে মূল্যায়ন করা হয়েছে। এই লড়াইয়ে বেশ এগিয়ে আছেন ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহামের মতো রিয়াল মাদ্রিদের তারকারা।

Google news