ED Arrest Kutal Ghosh: শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে টিএমসি যুবনেতা কুন্তল ঘোষকে গ্রেফতার করল ইডি

নিজস্ব প্রতিনিধি,নিউ টাউন:  দুই ফ্ল্য়াটে প্রায় বাইশ ঘণ্টা ধরে তল্লাশির পর তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষকে গ্রেফতার করল ইডি। তদন্তে অসহযোগিতার অভিযোগেই কুন্তলকে প্রথমে আটক ও পরে গ্রেফতার করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। গতকাল শুক্রবার নিউ টাউনের চিনার পার্কে একটি বিলাসবহুল আবাসনে কুন্তল ঘোষের দু’টি ফ্ল্য়াটে তল্লাশি শুরু করেছিল তদন্তকারীরা। সঙ্গে তাকে দফায় দফায় জেরা করা হয়। আজ সকাল পর্যন্ত চলে সেই তল্লাশি। টানা জেরা-তল্লাশির পর শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি কুন্তলের ফ্ল্যাট থেকে উদ্ধার করার পর হুগলি তৃণমূলের এই যুবনেতাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় ইডি।

উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যর ঘনিষ্ঠ তথা নিয়োগ মামলায় অভিযুক্ত বেসরকারি বিএড কলেজের মালিক তাপস মণ্ডলকে জিজ্ঞাদাবাদ করার সময় হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের কথা ওঠে এবং সেই সময়েই কুন্তলের বিরুদ্ধে সাড়ে ১৯ কোটি টাকা নেওয়ার অভিযোগ তুলেছিলেন তাপস বাবু। তারপর অবশ্য দু’বার সিবিআইয়ের জেরার মুখে পড়েন কুন্তল।

 গ্রেপ্তারের প্রতিক্রিয়ায়, বিজেপি সাংসদ রাজু বিস্তা একটি টুইটার পোস্টে লিখেছেন, “#TMC যুব নেতা #কুন্তল ঘোষকে #ইডি দ্বারা শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। ইডি জানিয়েছে, তিনি 325 জন প্রার্থীর কাছ থেকে 19 কোটি টাকা সংগ্রহ করেছেন। তার মতো ছোট মাছ যদি এত সংগ্রহ করে, তাহলে তৃণমূলের বড় মাছরা কতটা ঘোটলা করে তা ভাবুন?

সিবিআই এবং ইডি গত বছর থেকে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির তদন্ত চালাচ্ছে। রাজ্যের শাসক দলের নেতারা 2014 থেকে 2021 সালের মধ্যে রাজ্য পরিচালিত স্কুলগুলিতে শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের কাছ থেকে 100 কোটি টাকারও বেশি সংগ্রহ করেছেন বলে অভিযোগ রয়েছে।

Google news