National Youth Day: যুব সমাজকে মাঠমুখী করতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা জগদ্দলে

স্বামী বিবেকানন্দ দেশের প্রতিটি শিশুর মধ্যে আশা জাগিয়েছিলেন কারণ তিনি বিশ্বাস করতেন, লোহার পেশী ও ইস্পাতের স্নায়ু শিশুদের মধ্যে থাকে, তাঁর মূল্যবান চিন্তা ও অনুপ্রেরণামূলক বানী দিয়ে তরুণ সম্প্রদায়কে সামনে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রেরণা জাগিয়েছেন। তাই স্বামীজির জন্মজয়ন্তীতে ‘জাতীয় যুব দিবস’ (National Youth Day) হিসাবে পালন করা হয়।

নিজস্ব প্রতিনিধি,শ্যামনগর: স্বামীজি আধুনিক মানুষের আদর্শ। বিশেষ করে তরুণ সমাজের জন্য। তিনি আমাদের এমন কিছু দিয়েছেন যা আমাদের উত্তরাধিকার সূত্রে গর্বিত করে। স্বামী বিবেকানন্দ দেশের প্রতিটি শিশুর মধ্যে আশা জাগিয়েছিলেন কারণ তিনি বিশ্বাস করতেন, লোহার পেশী ও ইস্পাতের স্নায়ু শিশুদের মধ্যে থাকে, তরুণরা সামাজিক পরিবর্তন আনতে পারবে। তিনি তাঁর মূল্যবান চিন্তা ও অনুপ্রেরণামূলক বানী দিয়ে তরুণ সম্প্রদায়কে সামনে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রেরণা জাগিয়েছেন। তাই স্বামীজির জন্মজয়ন্তীতে ‘জাতীয় যুব দিবস'(National Youth Day) হিসাবে পালন করা হয়।

এই জাতীয় যুব দিবস উপলক্ষে শুক্রবার সকালে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে পাঁচ কিমি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত দৌড় প্রতিযোগিতা জগদ্দলের আতপুর ট্রাফিক গার্ড অফিসের কাছ থেকে শুরু হয়ে ঘোষপাড়া রোড ধরে কাঁকিনাড়া জুটমিল ময়দানে গিয়ে শেষ হয়। উক্ত ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করে পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। উপস্থিত ছিলেন ডিসি সেন্ট্রাল সহ অন্যান্য আধিকারিকরা। এদিন পুলিশ কমিশনার বলেন, যুব সমাজকে খেলাধূলায় উদ্বুদ্ধ করতে এই উদ্যোগ। তাদের লক্ষ্য, যাতে বেশি সংখ্যক যুবক-যুবতী সেনাবাহিনী কিংবা আর্মড ফোর্সে চাকরি পেতে পারে।

Google news