Neymar: কোপায় ব্রাজিলের হতশ্রী পারফর্মেন্স, নেইমারকে দলে ফেরানোর দাবি ৯৪-এর বিশ্বকাপজয়ীর

চোটে আক্রান্ত হয়ে দীর্ঘদিন মাঠের বাইরে আছেন নেইমার (Neymar)। তার মাঠে ফেরার দিনক্ষণ এখনও অনিশ্চিত। নেইমার বিহীন ব্রাজিল চলতি কোপা আমেরিকার শেষ আট থেকেই বিদায় নিয়েছে। টুর্নামেন্টে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের পারফর্মেন্স ছিল খুবই খারাপ। আগামী বিশ্বকাপ সামনে রেখে এখনই নেইমারকে (Neymar) দলে ফেরানোর দাবি জানালেন ব্রাজিলের প্রাক্তন ফুটবলার বেবেতো।

Neymar prepares to reach Brazil 100th cap milestone and says he's  happy - Saudi Gazette

কোপায় ব্রাজিলের বাজে পারফর্মেন্সের পরও চাকরি টিকে গেছে দরিভালের। তিনি এখন ২০২৬ বিশ্বকাপ টার্গেট করে দল পুনর্গঠনের কাজে হাত দিয়েছেন। ১৯৯৪ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের অন্যতম তারকা বেবেতো মনে করেন, চোটের কারণে কোপায় খেলতে না পারা নেইমারকে (Neymar) রেখেই ২০২৬ বিশ্বকাপের দল তৈরি করতে হবে।

Neymar, Brazil's Star Player, Out With an Injury - The New York Times

স্থানীয় এক গণমাধ্যমকে বেবেতো বলেছেন, “যেকোনো ফুটবলারের জন্য ইনজুরি হলো অভিশাপের মতো। তবে নেইমার (Neymar) এখন সুস্থ। তাকে রেখেই নতুন কোচ দরিভালকে আগামী বিশ্বকাপের জন্য ব্রাজিল দল তৈরি করতে হবে। নেইমার দলে থাকলে ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগেজ, এনদ্রিকের মতো তরুণ তারকারা উপকৃত হবে। কোপার ব্যর্থতা নিয়ে বেশি চিন্তা করার প্রয়োজন নেই। আমাদের তৈরি হতে হবে বিশ্বকাপের জন্য।”

Neymar Jr Profile, 43% OFF | iscclimatecollaborative.org

বেবেতো মনে করেন নেইমার (Neymar) না থাকাতেই কোপা আমেরিকায় ব্রাজিলের এই বিপর্যয় হয়েছে। তার ভাষায়, “বিশ্বকাপের আগে সেরা প্রস্তুতির মঞ্চ ছিল এই কোপা আমেরিকা। কিন্তু প্রমাণ হয়ে গেল যে, ব্রাজিল দলটি এখনও নেইমারকে বাদ দিয়ে খেলার মতো জায়গায় যেতে পারেনি। হাতে এখনও দুই বছর সময় আছে। সুস্থ নেইমারকে (Neymar) দলে ফেরাতেই হবে।”

Google news