Neymar in Copa America: কোপায় ফিরতে পারেন নেইমার, উচ্ছ্বসিত ইভানিলসন

neyev

কোপা আমেরিকার (Neymar in Copa America) জন্য শুক্রবার ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল। কোচ দরিভাল জুনিয়র কোপার দলে বড় চমক দিয়েছেন। অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরোকে ছাড়াই যুক্তরাষ্ট্রের বিমান ধরবে সেলেসাওরা। চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা নেইমার যে কোপার দলে থাকবেন না, তা আগেই নিশ্চিত করেছিলেন ব্রাজিল ফুটবল দলের চিকিৎসক। তবে সম্ভাবনা একেবারে ফুরিয়ে যায়নি।

স্কোয়াড ঘোষণার পর কোচ দরিভাল বলেন, ‘আমাদের নায়কের প্রয়োজন এবং সেই নায়ক শুধু একজন নন… দায়িত্বের বিভাজন আমাদের দলে শক্তি বাড়াবে। সৃষ্টিকর্তা চাইলে, নেইমারের মতো খেলোয়াড়ের খেলার কিছুটা হলেও সম্ভাবনা আছে।‘ ঘোষিত দলে আরও নেই রিচার্লিসন, গ্যাব্রিয়েল জেসুস, ম্যাথিয়াস কুনহা ও ব্রেমারের মতো তারকা ফুটবলাররাও। তবে চোট কাটিয়ে কয়েক মাস পর মাঠে ফেরা গোলকিপার অ্যালিসন বেকারকে দলে রেখেছেন দরিভাল।

দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পোর্তোতে খেলা ২৪ বছর বয়সী স্ট্রাইকার ইভানিলসন। আনন্দে উচ্ছ্বসিত ইভানিলসন তার প্রতিক্রিয়ায় জানান, ‘এই আনন্দের কোনো সীমা নেই। ফুটবলার হতে চাওয়ার সময় থেকেই স্বপ্ন ছিল জাতীয় দলে খেলার মাধ্যমে দেশকে সেবা করার। আমি যেখানে গড়ে উঠেছি সেই ফ্লুমিনেন্স ও পোর্তোকে ধন্যবাদ জানাই নিজেকে প্রকাশ করার সুযোগ করে দেওয়ার জন্য।’

ফোর্তালেজায় জন্ম নেওয়া ইভানিলসন ২০২০ সাল থেকে খেলছেন পর্তুগিজ ক্লাব পোর্তোয়। চলতি মরসুম কাটাচ্ছেন নিজের সেরা ফর্মে।  ২০২৩-২৪ মৌসুমে পোর্তোর হয়ে ৩৯ ম্যাচে ২৪ গোল করার পাশাপাশি ৫টি গোলও করিয়েছেন ইভানিলসন। এর মধ্যে ৪টি গোল করেছেন চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমে গ্রুপ পর্বে। বেলজিয়ান ক্লাব অ্যান্টওয়ার্পের মাঠে করেন হ্যাটট্রিক। ২০২১-২২ মৌসুমে ইভানিলসন পোর্তোর হয়ে পর্তুগালের প্রিমেরা লিগ জয়ের স্বাদও পেয়েছেন। সেবার লিগে ৩০ ম্যাচে ১৪ গোলের পাশাপাশি সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৬ ম্যাচে করেছিলেন ২১ গোল।

কোপার আগে ৮ জুন মেক্সিকো এবং ১২ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ২০ জুন থেকে শুরু হবে কোপা আমেরিকা। ব্রাজিল আছে ডি গ্রুপে। গ্রুপে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া, প্যারাগুয়ে ও কোস্টারিকা।

কোপা আমেরিকার ব্রাজিল দল

গোলকিপার: অ্যালিসন বেকার, এডারসন, বেন্তো ম্যাথিউস।

ডিফেন্ডার: মার্কিনহোস, এদের মিলিতাও, গ্যাব্রিয়েল ম্যাগালহেস, লুকাস বেরালদো, দানিলো, ইয়ান কৌতো, গুইলহার্মে অ্যারানা, ওয়েন্ডেল বোর্জেস।

মিডফিল্ডার: ব্রুনো গুইমারেস, জোয়াও গোমেজ, ডগলাস লুইজ, আন্দ্রেয়াস পেরেইরা, লুকাস পাকেতা।

ফরোয়ার্ড: ভিনিসিউস জুনিয়র, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, স্যাভিনহো মোরেইরা, রাফিনহা, রদ্রিগো, এন্ড্রিক, ইভানিলসন।

Google news