Olympic Football: বিশ্বকাপ ফাইনালে হারের প্রতিশোধ নিল ফ্রান্স, অলিম্পিক থেকে আর্জেন্টিনার বিদায়

ঠিক দুই বছর আগের ঘটনা, কাতার বিশ্বকাপের ফাইনালে খেতাব জয়ের কাছে গিয়েও হতাশ হতে হয় ফ্রান্সকে। মেগা ফাইনালে মেসি-মার্তিনেজের দাপটে তৃতীয় বিশ্বকাপ ঘরে তোলে আর্জেন্টিনা। সেই ফাইনাল হারের প্রতিশোধ এবার প্যারিস অলিম্পিকে (Olympic Football) নিল ফ্রান্স। কোয়ার্টার ফাইনালে আলবিসেলেস্তেদের বিদায় ঘণ্টা বাজিয়ে সেমিতে জায়গা করে নিল আয়োজক ফ্রান্স।

গতকাল শুক্রবার মাতমুট আটলান্টিকে স্টেডিয়ামে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারায় ফ্রান্স। ফরাসিদের হয়ে একমাত্র গোলটি করেন ইয়ান ফিলিপে মাতেতা।

France 1-0 Argentina: Olympic Games men's football quarter-final – as it happened | Soccer | The Guardian

ম্যাচজুড়ে ৭০ শতাংশ বল (Olympic Football) দখলে রেখেছিল আর্জেন্টিনা। তাদের ১৬ শটের বিপরীতে ফ্রান্স নিয়েছে ১০টি। আর লক্ষ্যে আর্জেন্টিনার শট ছিল চারটি, ফ্রান্সের দুটি। ম্যাচের শুরু থেকে আধিপত্য দেখিয়েছে আর্জেন্টিনার খেলয়াররা। তবে গোটা ম্যাচে গোলের দেখা পেল না তারা।

France win over Argentina sparks ugly scenes in Olympic grudge match

ম্যাচের পঞ্চম মিনিটেই আর্জেন্টিনাকে (Olympic Football) ব্যাকফুটে ঠেলে দেয় ফ্রান্স। কর্নার থেকে মাইকেল ওলিসের ক্রস পেয়ে বক্সের সেন্টার থেকে হেড করে জাল কাঁপিয়ে দেন ফিলিপে মাতেতা। ওই একটি গোলই ম্যাচের পার্থক্য গড়ে দেওয়ার জন্য যথেষ্ঠ ছিল। বাকি সময়ে আরও বেশকটি আক্রমণ করলেও কিছুতেই সমতায় ফিরতে পারেনি আলবিসেলেস্তেরা।

France vs Argentina 1-0: Paris Olympics 2024 football – as it happened | Paris Olympics 2024 News | Al Jazeera

এরপর ম্যাচের ৮৩ মিনিটে ফ্রান্স ব্যবধান দ্বিগুণ করার আনন্দে মেতেছিল। ওলিসের বাঁ পায়ের শট লক্ষ্যভেদ হলে উল্লাসে ফেটে পড়ে পুরো গ্যালারি। কিন্তু ভিএআর গোলটি (Olympic Football) বাতিল করে দেয়। তবে, শেষমেশ ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এই হতাশা ক্ষোভে পরিণত হয়েছিল। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়রা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

Google news