Olympic Swimming: ১৬ বছর পর ফেলপসের রেকর্ড ভাঙলেন মারশাঁ

প্যারিস অলিম্পিকের অ্যাকুয়াটিকস (Olympic Swimming) সেন্টারে উপস্থিত ছিলেন ১৫ হাজার দর্শক। ফ্রান্সে এর আগে কখনোই এত মানুষ সাঁতার দেখেননি গ্যালারিতে বসে নি। এত দর্শক এসেছেন ঘরের ছেলে লিওঁ মারশাঁকে উৎসাহ দিতে। হতাশ করেননি মারশাঁ। নতুন অলিম্পিক রেকর্ড গড়েই ছেলেদের ৪০০ মিটার ব্যক্তিগত মেডলির সোনা জিতেছেন ফরাসি তারকা। বিশ্ব রেকর্ডের মালিক মারশাঁ ভেঙেছেন ২০০৮ বেইজিং অলিম্পিকে সাঁতার কিংবদন্তি মাইকেল ফেলপসের গড়া রেকর্ড। গ্যালারিতে বসে ফেলপস দেখেছেন তার রেকর্ড ভাঙছেন মারশাঁ।

Marchand hace historia en París 2024: Rompió récord de Phelps

অন্যদিকে আট বছর পর (Olympic Swimming) নতুন অলিম্পিক চ্যাম্পিয়ন পেল পুরুষ ১০০ মিটার ব্রেস্টস্ট্রোক। প্যারিসে ফাইনালে ফেবারিট ও টানা দুইবারের অলিম্পিক চ্যাম্পিয়ন অ্যাডাম পিটিকে পেছনে ফেলে সোনা জিতেছেন ইতালির নিকোলো মার্তিনেঙ্গি। রিও ও টোকিওতে সোনাজয়ী পিটি পেয়েছেন রুপো। পিটির সমান সময় নিয়ে যৌথভাবে রুপা জিতেছেন যুক্তরাষ্ট্রের নিক ফিঙ্কও।

১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকের বিশ্ব রেকর্ডের (Olympic Swimming) মালিক ব্রিটিশ তারকা পিটি সময় নিয়েছেন ৫৯.০৫ সেকেন্ড। সমান সময় নিয়েছেন ফিঙ্কও। মার্তিনেঙ্গি সময় নিয়েছেন ৫৯.০৩ সেকেন্ড। তিনটি ইভেন্টের সোনা পেয়েছেন ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও ইতালির প্রতিযোগিরা।

Google news