22 C
New York
Saturday, December 21, 2024
Homeদেশের খবরনির্বাচনী ফলাফলের পর নিমতার সেই বৃদ্ধার ওয়ার্ড সহ পাড়ায় ফুটল ঘাসফুল

নির্বাচনী ফলাফলের পর নিমতার সেই বৃদ্ধার ওয়ার্ড সহ পাড়ায় ফুটল ঘাসফুল

Published on

খবর এইসময়, নিউজ ডেস্কঃ  এ রাজ্যে একুশের নির্বাচনে তোলপাড় হয়েছিল এক বৃদ্ধাকে মারধর ও পরবর্তী সময়ে তাঁর মৃত্যুকে কেন্দ্র করে।যে ঘটনাটি ঘটেছিল উত্তর ২৪ পরগনার নিমতায়। হামলার  শিকার হয়েছিলেন যিনি সেই বৃদ্ধার নাম ছিল শোভা মজুমদার। সেই সময় এই ঘটনাকে কেন্দ্র করে রাজনীতির জল এতটাই ঘোলা হয়েছিল যে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছিলেন এই ঘটনাকে হাতিয়ার করে। একুশের ফলাফল বেরোনর পর দেখা গেল, প্রয়াত ওই বৃদ্ধার পুরওয়ার্ড, এমনকি তাঁর পাড়ার দু’টি অংশেই জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস।

বিধানসভার ফলপ্রকাশ পাওয়ার পর দেখা যায়, নিমতার ওই পুরওয়ার্ডে তৃণমূল ভোট পেয়েছে ২৭৮৪ টি ভোট, বিজেপি পেয়েছে ২৫৪৬ টি ও সিপিএম ৯৮৪ টি ভোট পেয়েছে। এমনকি, শোভা মজুমদারের বাড়ি যে পাড়ায়, সেই পটনা স্কুল রোডের দু’টো ভাগের একটিতে ৩৭ ও দ্বিতীয়টিতে ১৮ ভোটে জিতেছে তৃণমূল কংগ্রেস।

 উত্তর দমদম পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে পটনা স্কুল রোডের বাসিন্দা ছিলেন শোভা মজুমদার। গত ২৭ ফেব্রুয়ারি ছেলেতে বাঁচাতে গেলে তাঁকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের একদল কর্মী সমর্থকদের বিরুদ্ধে। প্রাথমিকভাবে ওই বৃদ্ধাকে সংবাদ মাধ্যমের সামনে দাবি করতে শোনা যায়, তাঁর ছেলে গোপাল মজুমদার বিজেপি করে। স্থানীয় কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গোপালকে মারধর করলে তাঁকে বাঁচাতে যান শোভা। সেই সময় আক্রান্ত হতে হয় তাঁকে।

তৃণমূলের তরফে যদিও বিজেপির পক্ষ থেকে তোলা একই ধরনের অভিযোগ পত্রপাঠ খারিজ করে দেওয়া হয়। পালটা শাসকদল দাবি করে, পারিবারিক অশান্তির ঘটনাকে হাতিয়ার করে নোংরা রাজনীতি করছে বিজেপি। পরবর্তী সময়ে নিমতার ওই পরিবারের বয়ানও পালটে যায়। তবে যেটা থেমে যায়নি তা হল, শোভাদেবীকে নিয়ে রাজনীতি।

দীর্ঘ একমাস লড়াইয়ের পর গত ২৯ মার্চ মারা যান শোভা মজুমদার। তাঁর মৃত্যুর পর শোভাদেবীর ছবি ব্যবহার করে পালটা প্রচার শুরু করে বিজেপি। তৃণমূল কংগ্রেসের ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ শ্লোগানের পালটা দিয়ে শোভা মজুমদারের ছবি ব্যবহার করে পোস্টার ছাপানো হয়। সেখানে লেখা হয়, “ইনি কি বাংলার মেয়ে নন?” দক্ষিণবঙ্গ-সহ উত্তরবঙ্গেও এই ছবি ব্যবহার করে জোর প্রচার চালিয়েছিল বিজেপি। নরেন্দ্র মোদী, অমিত শাহদের প্রচারেও উঠে এসেছিল শোভাদেবীর প্রসঙ্গ।

Latest articles

Bangladesh: কীভাবে অবৈধভাবে ভারতে প্রবেশ করতেন বাংলাদেশী নাগরিকরা! সামনে এল সমস্ত তথ্য

পাসপোর্ট তৈরি করে জঙ্গিরা ভারতে প্রবেশ করছে বলে গোয়েন্দারা বার বার অভিযোগ করেছে (Bangladesh)।...

Saltlake: মানসিক অবসাদেই আত্মহত্যা! যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে বাড়ছে রহস্য

গত কয়েকদিন ধরে কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে একের পর এক মৃতদেহ পাওয়া যাচ্ছে (Saltlake)।...

Bangladesh: বাংলাদেশের মাধ্যমে বাংলায় উত্তেজনা সৃষ্টির পরিকল্পনা ISI- এর হাতে চাঞ্চল্যকর তথ্য

বাংলাকে কেন্দ্র করে ক্রমেই পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই সক্রিয় হয়ে উঠেছে। গোয়েন্দাদের তদন্তে এমনই...

TMC Leader: মন্দারমনির রিসর্ট থেকে তৃণমূল নেতার দেহ উদ্ধার! দুই মহিলাকে নিয়ে বাড়ছে রহস্য

মন্দারমনি রিসর্টে তৃণমূল নেতার (TMC Leader) মৃত্যুতে রহস্য ক্রমেই ঘনীভূত হতে শুরু করেছে। ওই...

More like this

Bangladesh: কীভাবে অবৈধভাবে ভারতে প্রবেশ করতেন বাংলাদেশী নাগরিকরা! সামনে এল সমস্ত তথ্য

পাসপোর্ট তৈরি করে জঙ্গিরা ভারতে প্রবেশ করছে বলে গোয়েন্দারা বার বার অভিযোগ করেছে (Bangladesh)।...

Saltlake: মানসিক অবসাদেই আত্মহত্যা! যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে বাড়ছে রহস্য

গত কয়েকদিন ধরে কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে একের পর এক মৃতদেহ পাওয়া যাচ্ছে (Saltlake)।...

Bangladesh: বাংলাদেশের মাধ্যমে বাংলায় উত্তেজনা সৃষ্টির পরিকল্পনা ISI- এর হাতে চাঞ্চল্যকর তথ্য

বাংলাকে কেন্দ্র করে ক্রমেই পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই সক্রিয় হয়ে উঠেছে। গোয়েন্দাদের তদন্তে এমনই...