Asian Games 2023: ইশা সিং শ্যুটিংয়ে রৌপ্য পদক জিতেছেন, মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্ট থেকে মনু ভাকের

শ্যুটিংয়ে ভারত ক্রমাগত পদক জিতে চলেছে। এখন ইশা সিং ব্যক্তিগত ইভেন্টেও চমক দেখিয়েছেন। ২৫ মিটার পিস্তল মহিলাদের ফাইনালে রুপোর পদক জিতেছেন ইশা।

 

 

স্পোর্টস ডেস্ক: শ্যুটিংয়ে দেশকে আরেকটি পদক এনে দিয়েছেন ভারতীয় শুটার ইশা সিং। তিনি 25 মিটার পিস্তল মহিলাদের ফাইনালে রৌপ্য পদক জিতেছেন। এটি একটি স্বতন্ত্র ঘটনা ছিল। শেষ পর্যন্ত ইশার স্কোর ছিল ৩৮। ইশার খেলা দেখে মনে হচ্ছিল সে স্বর্ণপদক জিতবে কিন্তু তা হয়নি এবং শেষ পর্যন্ত তাকে রৌপ্য নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।

https://x.com/Media_SAI/status/1706930143737070010?s=20

 

যেখানে মনু ভাকের ব্যক্তিগত ইভেন্টে বিশেষ কিছু করতে পারেননি এবং পঞ্চম স্থান পেয়েছেন। এভাবেই পদকের দৌড় থেকে ছিটকে গেলেন তিনি।