- Ad-
- Ad -
- Ad -
- Ad -
নিজস্ব প্রতিনিধি, বনগাঁঃ ভোজন পিপাষু বাঙালিদের জন্য সুখবর l বাংলাদেশ সরকার 2012 সাল ইলিশ এক্সপোর্ট বন্ধ করে দেয় l দীর্ঘ সাত বছর পরে ২০১৮ সালের বাঙালির সেরা উৎসব দুর্গাপূজা উপলক্ষে 500 টন ইলিশ পাঠিয়েছিলো বাংলাদেশ সরকার l
এবারও বাংলাদেশ সরকার ১৫০০ টন ইলিশ মাছ ভারতে রপ্তানি করবার সিদ্ধান্ত নিয়েছে। সেই মতই সোমবার রাতে পেট্রাপোল দিয়ে ভারতে প্রবেশ করল ইলিশ বোঝাই দুটি ট্রাক l আপাতত দুটি ট্রাকে ১২ টন ইলিশ পৌছাল ভারতে l
- Ad -