রক্তরঙা জলে ত্রাস ইন্দোনেশিয়ায়

                       লাল জলে আতঙ্ক!

নিউজ ডেস্ক: লাল জলে আতঙ্ক!
রাস্তা জোড়া লাল রঙের জলে সম্প্রতি রীতিমতো ত্রাসের সৃষ্টি হয় ইন্দোনেশিয়ার মধ্য জাভার পেকালোঙ্গান গ্রামে। একে বন্যার জলে ডুবে গোটা এলাকা। তার মধ্যে দিয়েই চলছে গাড়ি, হেঁটে পারাপার। কিন্তু সেই জল হঠাৎ টকটকে লাল হয়ে ওঠায় স্বাভাবিক ভাবেই ছড়ায় আতঙ্ক। সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়ে সেই ভিডিয়ো। প্রশ্ন ওঠে, কোথা থেকে এলো এমন লাল জল? রক্ত মিশে লাল হলো নাকি? অতিরিক্ত ভয় পেয়ে কেউ কেউ একে পৃথিবীর শেষ পর্বের চিহ্ন বলেও ধরে নেন।
পরে অবশ্য সকলেরই ভুল ভাঙে। জানা যায়, ওই এলাকায় বাটিকের কাজ হয়। সেখান থেকেই কোনও ভাবে রং মেশে বন্যার জলে। কেউ ইচ্ছাকৃত ভাবেও তা করে থাকতে পারে বলে অনুমান। সেই রঙেই লাল হয়ে যায় জল। যা থেকে ছড়ায় আতঙ্ক। সত্যিটা জানতে পেরে অবশেষে ফেরে স্বস্তি।

Google news