Raju Srivastava : দীর্ঘ  লড়াইয়ের পর অবশেষে হার মানলেন কৌতুক শিল্পী রাজু শ্রীবাস্তব

 

খবর এইসময় ডেস্কঃ থমকে গেল দেড় মাসের লড়াই। বুধবার সকালে দিল্লির এমস হাসপাতালে ৫৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কৌতুক শিল্পী রাজু শ্রীবাস্তব। গত ১০ই আগস্ট জিমে ট্রেডমিলে হাঁটার সময় হল হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন শিল্পী। প্রশিক্ষক তাকে নিয়ে ভর্তি করেন দিল্লির এমস হাসপাতালে। ভর্তির প্রথম দিকে ভেন্টিলেশনে থাকলেও ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দেন রাজু শ্রীবাস্তব।

 

তবে গত ১লা সেপ্টেম্বর থেকে ফের পরিস্থিতির অবনতি হতে থাকে। হাসপাতাল সূত্রে খবর হৃদরোগে চিকিৎসাধীন থাকাকালীন শিল্পীর জ্বর আসে। ঝুঁকি নেননি চিকিৎসকেরা । লাইভ সাপোর্ট সিস্টেম এর মধ্যে রাখা হয় তাকে। তবে শেষ রক্ষা হল না। বুধবার সকালে প্রয়াত হন এই কৌতুক শিল্পী।

কৌতুক শিল্পী ছাড়াও রাজু শ্রীবাস্তব ছিলেন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টির হয়ে কানপুর থেকে প্রার্থী হিসেবে দাঁড়ালেও পরে নাম প্রত্যাহার করেন তিনি। তবে পরবর্তী সময় ২০১৪ সালের ১৯ মার্চ ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন।

 

রাজু শ্রীবাস্তবের মৃত্যুতে টুইটারে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী।

https://twitter.com/narendramodi/status/1572477221578629122?s=20&t=__9qdCqWj4HSBIS86XntiQ

মৃত্যুর খবর পেয়ে শোকের ছায়া নেমে এসেছে গোটা শিল্প জগতে। এক সময় কৌতুক শিল্পীর শিল্প কলায় হাসিয়ে ছিলেন যে সকল ভক্তদের, শিল্পীর মৃত্যুতে চোখে জল এনেছেন সে সকল ভক্তের চোখে।