Ramkrishna Math: থমকে গেল লড়াই, প্রয়াত রামকৃষ্ণ মঠের ভাইস প্রেসিডেন্ট স্বামী প্রভানন্দ মহারাজ

 

 

খবরএইসময় ডেস্কঃ  দুর্গাপুজোর পর থেকেই অসুস্থ ছিলেন স্বামী প্রভানন্দ মহারাজ। শরীরে বাসা বেঁধে ছিল বার্ধক্য জনিত রোগ। বেশ কিছু সময় চিকিৎসার জন্য তিনি ভর্তি ছিলেন রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে। শনিবার সেখানে সন্ধ্যা ৬ টা ৫০মিনিটে দেবলোকে পাড়ি দেন মহারাজ। মৃতুকালীন তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।

 

বেলুড় মঠ সূত্রে খবর রবিবার সকাল ৬ টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত দেহ শায়িত থাকবে সংস্কৃতি ভবনে । সেখানে এসে শ্রদ্ধা জানাতে পারবেন ভক্তেরা। রাত্রি ন’টায় শেষকৃত্য সম্পন্ন হবে।

 

 

জীবনের বিভিন্ন পর্যায়ে তিনি সামলেছেন একাধিক গুরুত্বপূর্ণ পদ। এক সময় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রধান শিক্ষক হিসেবে শিক্ষকতা করেছিলেন তিনি। ছাত্রদের সাথে মহারাজের সম্পর্ক ছিল অটুট। সকলের কাছে বরুণ মহারাজ নামেই পরিচিত ছিলেন মহারাজ। গোলপার্ক রামকৃষ্ণ মিশনের সম্পাদক এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ সম্পাদক পদেও দীর্ঘদিন দায়িত্ব সামলেছেন। ২০০৭ সালে তিনি মঠ ও মিশনের সাধারণ সম্পাদকের গুরুদায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। পরবর্তী সময় ২০১২ সালে স্বামী প্রভানন্দ মহারাজ রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ অধ্যক্ষ হন।

 

 

জীবনাবস্থায় নানান বই লিখে গেছেন যার মধ্যে উল্লেখযোগ্য আনন্দরূপ শ্রীরামকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণের অন্ত্যলীলা, স্বামী সারদানন্দের জীবনী ইত্যাদি।

 

দেশ বিদেশে বহু ভক্তকে তিনি দীক্ষা প্রদান করেছিলেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে শোকের ছায়া নেমে এসেছে অনুরাগীদের মধ্যে। প্রভানন্দ মহারাজের প্রয়াণে শোকবার্তা জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

টুইটে তিনি লেখেন “রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস-প্রেসিডেন্ট শ্রদ্ধেয় স্বামী প্রভানন্দজি মহারাজের মৃত্যু সম্পর্কে জানতে পেরে আমি গভীরভাবে বেদনাদায়ক। তাঁর জীবন ও শিক্ষা আমাদের আগামী প্রজন্মেকে অনুপ্রাণিত করবে।” ভক্তদের প্রতি সমবেদনা জানান মুখ্যমন্ত্রী।

Google news