Fire in Air India Express: মাঝ আকাশে বিমানে আগুন, কালিকুটগামী বিমানের জরুরি অবতরণ আবুধাবিতে

ওড়ার এক হাজার ফুট পরেই ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখেন পাইলট

 

 

ন্যাশনাল ডেস্ক:  টেক অফের পর আবুধাবির মাঝ আকাশে যেতেই এয়ার ইন্ডিয়ার বিমানে আগুন! 

সংবাদসংস্থা এএনআইয়ে সূত্রে খবর, আবুধাবি থেকে উড়ে আসা কেরলের কালিকুট বা কোঝিকোড়গামী এয়ার ইন্ডিয়ার আন্তর্জাতিক বিমানের ইঞ্জিন থেকে আগুনের শিখা ও ফুলকি বের হতে দেখা যায়। তড়িঘড়ি বিমানটিকে আবুধাবির বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়।

 

ডিজিসিএ জানিয়েছে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের B737-800 বিমানটি ১৮৪জন যাত্রী নিয়ে আবুধাবি থেকে ছেড়ে কোঝিকোড়ের উদ্দেশ্য ওড়ার এক হাজার ফুট পরেই ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখেন পাইলট। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে ফ্লেমআউটের কারণে আবুধাবি বিমানবন্দরে ফিরে আসে।

 

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস জানিয়েছে যে বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং সমস্ত যাত্রী নিরাপদে রয়েছে।