Rahul Gandhi: ৪ জুনের পর গরিব, শ্রমিকদের তালিকা তৈরি করা হবে, বড় ঘোষণা রাহুল গান্ধীর

rahul gandhi

লোকসভা নির্বাচনের জন্য চার দফার ভোট গ্রহণ হয়েছে এবং এখন পঞ্চম দফার লড়াইয়ের জন্য তুঙ্গে রয়েছে প্রচার অভিযান। ওড়িশার বলাঙ্গীরে এক জনসভায় রাহুল গান্ধী (Rahul Gandhi) আরও একবার সংবিধান ও গণতন্ত্র রক্ষার স্লোগান তুলে দরিদ্রদের অংশগ্রহণের ওপর জোর দেন। রাহুল গান্ধী বলেন, ‘আমরা একটি বৈপ্লবিক কাজ করতে চলেছি। আজ পর্যন্ত কেউ এমন কাজ করেনি। প্রধানমন্ত্রী মোদি ২২ জনকে কোটিপতি করেছেন, কিন্তু আমরা কোটি কোটি মানুষকে কোটিপতি করব।

তিনি বলেন, ‘২০২৪, ৪ জুন, নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী থাকবেন না। আপনারা লিখে নিন’। তিনি আরও বলেন, ৪ঠা জুনের পর ভারত একটি জোট সরকার গঠন করবে এবং দরিদ্র, শ্রমিক ও অভাবী মহিলাদের একটি তালিকা তৈরি করা হবে। তালিকা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের গ্যারান্টি স্কিম বাস্তবায়িত হবে।

রাফাল চুক্তি নিয়ে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আজকের সরকার মাত্র ২২ জনের জন্য কাজ করেছে, সাধারণ মানুষের স্বার্থে নয়। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, বিজেপি সরকার ছাত্রদের ঋণ মকুব করেনি, কৃষকদের ঋণ মকুব করেনি। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মোদী মাত্র ২২ জনের জন্য কাজ করেন। দলিত, পিছিয়ে পড়া মানুষদের কথা শোনা হয় না।

জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী বলেন, দেশের সবচেয়ে বেশি জনসংখ্যা যাদের, তাঁদের যন্ত্রণা ও চাহিদার দিকে আজ নজর দেওয়া হচ্ছে না। রাহুল গান্ধী বলেন, আজ মানুষের আওয়াজ তোলা হচ্ছে না। দিল্লি সরকার ৯০ জন আধিকারিককে দিয়ে পরিচালিত হয়, কিন্তু পিছিয়ে পড়া (ওবিসি) শ্রেণীর মাত্র তিনজন আধিকারিক রয়েছেন, একজন উপজাতি এবং তিনজন দলিত। রাহুলের দাবি, আধিকারিকদের নব্বই শতাংশই সমস্ত সরকারি সিদ্ধান্ত নিয়ে থাকেন।

রাহুল গান্ধী এদিনের ভাষণে বলেন, দেশে আজ শুধু বড় লোকেদের কথাই শোনা হয়ে থাকে, তাঁদের মতো করে সব নীতি তৈরি করা হয়। কিন্তু কংগ্রেস পার্টি এখন তাতে বড় পরিবর্তন আনতে প্রস্তুত। এই সামাজিক পরিবর্তনের জন্য, আমাদের দল প্রথমে জাতিগত সংরক্ষণের দাবি করে।

Google news