Rahul Gandhi: ভেঙে পড়ল রাহুল গান্ধীর সভা মঞ্চ, অল্পের জন্য রক্ষা পেলেন কংগ্রেস নেতা

Rahulcll

লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ দফার ভোটের প্রচারের সময় বিহারের পালিগঞ্জের সভায় বিপত্তির মুখে পড়েন প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। সেখানে তিনি যখন বাকি নেতাদের নিয়ে মঞ্চে উঠছিলেন তখনই হঠাৎ করে মঞ্চ ভেঙে পড়ে। যদিও নিজেকে ঠিকঠাকমতোই সামলে নিয়ে পতন এড়াতে সক্ষম হন এই রাহুল।

বিহারের রাষ্ট্রীয় জনতা দলের প্রেসিডেন্ট লালু প্রসাদ যাদবের মেয়ে মিশা ইন্ডিয়া জোটের ভোটের প্রচার চালাতে রাজ্যের পালিগঞ্জে একটি নির্বাচনী জনসমাবেশে যোগ দিতে সেখানে গিয়েছিলেন রাহুল। মিশা ভারতী লোকসভার পাটলিপুত্র আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেই সময় সঙ্গে ছিলেন তেজস্বী যাদব। তেজস্বী ও রাহুলের উপস্থিতিতেই এই মঞ্চ আচমকা ভেতরে ঢুকে যেতে থাকে। ততক্ষণে রাহুল গান্ধী স্টেজে উঠে হাঁটতে থাকেন। আর হাঁটতে হাঁটতেই দেখা যায়, তার সামনের দিকে স্টেজের অংশ ভেঙে নিচের দিকে চলে যাচ্ছে।

মঞ্চ ভেঙে পড়ার ওই ভিডিও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচার করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, মিশা ভারতী হাত ধরে রাহুলকে মঞ্চে তার আসনের দিকে নিয়ে যাচ্ছেন। উপস্থিত জনতা চিৎকার করে তাদের অভিবাদন জানাচ্ছে। রাহুলের নিরাপত্তারক্ষীরা তার সঙ্গে আছেন। অন্যান্য নেতারাও মঞ্চে উঠে আসছেন। মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে মিশা ভারতী কাউকে কিছু বলতে যাচ্ছিলেন। সে সময় হঠাৎ করেই মাঝখান থেকে মঞ্চ ভেঙে পড়ে। রাহুলের হাত ধরে থাকা মিশা ভারতী কংগ্রেস নেতাকে হঠাৎ পতন সামলাতে সাহায্য করেন। রাষ্ট্রীয় জনতা দলের আরেক নেতাও দ্রুত একটু এগিয়ে এসে রাহুলের হাত ধরে ফেলেন।

প্রথম পতন সামলে জনতার উদ্দেশে হাত নেড়ে রাহুল-ভারতী একটু এগিয়ে যেতে গেলে মঞ্চ আবারও খানিকটা ভেঙে ডেবে যায়। তবে এবার আর তাল সামলাতে সমস্যা হয়নি রাহুল গান্ধীর। পরে মঞ্চের ওপর থেকে ভিড় কমিয়ে ফেলা হয় এবং ভাঙা মঞ্চের ওপর পাতা আসনে বসে দিনের বাকি কাজ সারেন রাহুল।

Google news