RG Kar Doctor Death: তরুণী চিকিৎসক খুনের প্রতিবাদে ফের রাত জাগল হাজার প্রতিবাদী কন্ঠস্বর

Protest for 'Tilottama' 2nd phase on BT Road At Sinthimore

আরজিকর কাণ্ডে (RG Kar Doctor Death) উত্তাল রাজ্যে রাজনীতি। ৭ দিন পেরিয়ে গেলেও অপরাধীদের দৃষ্টান্তমূলক সাজা এখনো দেখতে পায়নি দেশবাসী। তিলোত্তমা খুনিদের খুঁজে বের করে দ্রুত সাজা দিতে হবে। আর তারই প্রতিবাদ সরব রাজ্য থেকে দেশের নানান প্রান্ত। দিন যতই যাচ্ছে ততই তীব্রতর হচ্ছে আন্দোলনের ঝাঁঝ।

পল্লব হাজরা, কলকাতা: শনিবার মধ্যে রাতে শহরের বুকে ফের গর্জে উঠলো মহিলা প্রতিবাদী কন্ঠস্বর। এদিন ঘড়ির কাঁটায় রাত ১১টা বেজে ৩০ মিনিট। সিঁথির মোড় থেকে আর জি কর হাসপাতাল অভিমুখে এগিয়ে চলেছে গর্জে ওঠা প্রতিবাদী কন্ঠস্বর। তাদের দাবি তিলোত্তমা খুনিদের (RG Kar Doctor Death) যত দ্রুত সম্ভব খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ৭ দিন পেরিয়ে গেলেও অপরাধীদের সাজা পেতে কত সময় লাগবে তা নিয়েও মিছিলের অন্দরে ওঠে প্রশ্ন। তবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের কাছে আসতেই পুলিশের বাঁধার মুখে পড়ে বহু আন্দোলনকারী। পুলিশের সামনেই মাটিতে বসে পরে আন্দোলনকারী। মহিলা পাশাপাশি বহু মানুষ পোস্টার প্ল্যাকার্ড সহ মোমবাতি হাতে যোগদেন রাতের আন্দোলনে।

মধ্যরাতে প্রতিবাদে সামিল অঙ্কিতা মিত্র বলেন “যতদিন না অপরাধী শান্তি পায় ততদিন পথে নেমে চলবে এই আন্দোলন। যতবার অধর্ম হবে আমরা তত ধর্মের পথে আসবো। এই দায়িত্ব আমার। এই দায়িত্ব আমাদের জনগণের। আমরা মেয়েরা আর মুখ বুজে থাকবো না। প্রতিটা দিন মনের মধ্যে আশঙ্কা থাকে আমরা ঠিক করে বাড়ি ফিরতে পারবো কি না। সমাজে প্রতি মুহূর্তে মেয়েদের সমস্যা সম্মুখীন হতে হয়। যা আমরা বন্ধ করতে চাই। সুরক্ষিত রাজ্য ও সুরক্ষিত পৃথিবী চাই, যেখানে মেয়েদের সুরক্ষা থাকবে।

আন্দোলনের ফলে স্তব্ধ হয়ে যায় বি টি রোডে দুধারে যান চলাচল। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে উপস্থিত ছিল পুলিস বাহিনী।

Google news