Rituparna Sengupta: ইডিকে কী ফেরত দিতে চাইল ঋতুপর্ণা? জানুন ঘটনা

তিনি ৭০ লক্ষ টাকা ফেরত দিতে চান। রেশন বণ্টন দুর্নীতি মামলায় ইডির জিজ্ঞাসাবাদের পরই জানিয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত(Rituparna Sengupta)। মঙ্গলবার ইডি সূত্রে এমনই দাবি করা হয়েছে।

 

সূত্রের খবর, ঋতুপর্ণা সেনগুপ্ত ৭০ লক্ষ টাকা ফেরত দিতে চান। অভিনেত্রী ইডি আধিকারিকদের জানিয়েছেন, সিনেমার পারিশ্রমিক বাবদ তিনি ওই টাকা নিয়েছিলেন। কিন্তু ওই টাকা যে রেশন দুর্নীতির, তা তিনি জানতেন না। আইনজীবী মারফত তিনি ইডির আধিকারিকদের টাকা ফেরতের বিষয়ে জানিয়েছেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। এর আগে অভিনেত্রী শতাব্দী রায়, অভিনেতা বনি সেনগুপ্ত এবং সুপারস্টার মিঠুন চক্রবর্তীও ইডিকে টাকা ফেরত দিয়েছেন।

 

জুন মাসে ইডি দফতরে পৌঁছনোর আগে নিজের হিসাবরক্ষককে সিজিও কমপ্লেক্সে পাঠিয়ে দিয়েছিলেন ঋতুপর্ণা (Rituparna Sengupta)। সেইমতো ওইদিন সকালেই সিজিও কমপ্লেক্সে কাগজপত্র নিয়ে চলে যান ঋতুপর্ণার হিসাবরক্ষক। অভিনেত্রীও যে ইডির ডাকে সাড়া দিয়ে  সিজিওতে আসছেন, তা জানা গিয়েছিল তখনই। পরে আইনজীবীকে সঙ্গে নিয়ে হাজিরা দেন ঋতুপর্ণা।

২০১৯ সালের জুলাইয়ে ঋতুপর্ণা এবং অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে রোজভ্যালিকাণ্ডের তদন্তকারী সংস্থা ইডি জিজ্ঞাসাবাদ করেছিল। এক সময়ে বেশ কিছু বাংলা ছবি প্রযোজনা করেছিল রোজভ্যালি সংস্থা। সেই সূত্রেই ঋতুপর্ণার সঙ্গে সংস্থার কর্ণধার গৌতম কুন্ডুর যোগাযোগ হয়েছিল বলে ইডির তরফে সে সময় জানানো হয়েছিল।

Google news