Roddur Roy Arrested: গোয়া থেকে রোদ্দুর ধরে আনল বাংলার পুলিশ

 

খবর এইসময়ডেস্ক:  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগে এবার গ্রেফতার (Raddur Roy) রোদ্দুর রায়। গোয়া থেকে তাঁকে গ্রেফতার করেছে সিআইডি।  ট্রানজিট রিমান্ডে কাল কলকাতায় আনা হবে তাঁকে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফেসবুকে কুরুচিকর মন্তব্যের জন্য, পাটুলি-সহ বেশ কয়েকটি থানায় অভিযোগ দায়ের হয়েছিল রোদ্দুর রায়ের বিরুদ্ধে। তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় রুজু করা হয়েছিল একাধিক মামলা। সেই মামলার তদন্তে নেমে অবশেষে মঙ্গলবার গোয়া থেকে গ্রেফতার করা হয় রোদ্দুরকে। আগামীকাল নিয়ে আসা হচ্ছে কলকাতায়।

তবে রোদ্দুর রায়ের এই গ্রেপ্তারি নিয়ে নেটিজেনদের মধ্যে সমালোচনা শুরু হয়েছে। কেউ লিখছেন,তথ্য দিয়ে সমালোচনা, দুর্নীতির অভিযোগ নিয়ে লেখা, আর সোশ্যাল মিডিয়ায় সরাসরি গালাগাল দেওয়া এক নয়। এই অপরাধের শাস্তি হওয়াই উচিত, তা নাহলে এই প্রবণতা আরও বাড়বে।

কেউ আবার লিখছেন,মজা করে কুরুচিকর ভাষায়, সোশ্যাল মিডিয়ায় যাকে যা খুশি বললাম, এটা বন্ধ হওয়া উচিত।

Google news