Sanjay Roy: পলিগ্রাফ টেস্টে কী প্রশ্ন করা হয়েছিল সঞ্জয় রায়কে! প্রকাশ্যে বিস্ফোরক তথ্য

sanjay rai

রবিবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আরজি কর কাণ্ডের শুনানির দিন ধার্য করা হয়েছে। তার আগেই রবিবার হবে রাত দখলের কর্মসূচি। আরজি কর কাণ্ডের তদন্ত প্রথমে করে কলকাতা পুলিশ। পরে হাইকোর্টের নির্দেশে সেই তদন্তভার গ্রহণ করে সিবিআই।  আরজি কর কাণ্ডে কলকাতা পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে সঞ্জয়কে (Sanjay Roy) গ্রেফতার করেছিল। তারপর থেকে সিবিআই আর এক গ্রেফতার করতে পারেনি। ২৫ আগস্ট সঞ্জয় রায়ের (Sanjay Roy) পলিগ্রাফ টেস্ট হয়। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছে, সঞ্জয় রায়কে সিবিআই পলিগ্রাফ টেস্টের সময় কী প্রশ্ন করেছিল।

সর্বভারতীয় সংবাদমাধ্যমটি দাবি করেছে, সঞ্জয়কে (Sanjay Roy) সিবিআই পলিগ্রাফ টেস্টে মোট ২২টা প্রশ্ন করেছিল। তারমধ্যে রয়েছে, “পরিবারের সবাই কেমন আছেন? পড়াশোনা কত দূর?  তদন্তে জানা গিয়েছে আরজি করে ভর্তি রোগীদের পরিবারের থেকে তুমি টাকা আদায় করতে, এটা সত্যি?” পাশাপাশি সঞ্জয় রাইকে ফোন করা হয়, “সিসিটিভি ফুটেজ বলছে তুমি ৮ অগাস্ট রাত ১১টায় হাসপাতালে ঢুকেছিলে, এটা কি সত্যি?”

এছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিবিআই করেছিল বলে সর্বভারতীয় সংবাদমাধ্যমটি দাবি করেছিল, সেগুলো হল-

কেন ৩০ মিনিটের মধ্যে তুমি সেখান থেকে বেরিয়ে গিয়েছিলে বলতে পারবে?

তুমি ৪ ঘণ্টা পরেই আবার ফিরে এসেছিলে, কোথায় গিয়েছিলে?

কেন তুমি সেমিনার হলে গিয়েছিলে এবং পুলিশ ব্যারাকে ফিরে এসে শুয়ে পড়েছিলে?

তোমার কি মনে হয় এই ঘটনায় অন্য কেউ জড়িত?

তোমায় কি অপরাধ স্বীকার করতে কেউ চাপ দিচ্ছে? হ্যাঁ বা না?

আমরা শুনেছি পুলিশ এবং হাসপাতালের কর্তারা তোমায় হাসপাতালের যেখানে সেখানে ঢুকতে দিতেন, এটা কি সত্যি?

কেউ কি অপরাধ স্বীকার করতে তোমায় হুমকি দিচ্ছে?

অন্যদিকে, শুক্রবার আদালতে সঞ্জয় রায়ের আইনজীবী জানান, তাঁর মক্কেল নিরপরাধ। তাঁকে ফাঁসানো হয়েছে। সিসিটিভি ফুটেছে দেখা গিয়েছে, সঞ্জয় যখন বেরিয়ে আসছে, সেই সময় তার গলায় ছেঁড়া ব্লুটুথ হেডফোন ঝুলছিল। কেউ ষড়যন্ত্র করে তাঁর হেডফোন মৃতার দেহের পাশে রেখে এসেছে। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, অন্যতম দোষী সঞ্জয় রায় নাকি ষড়যন্ত্রের শিকার হয়ছেন, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এখনও আসেনি।

Google news