- Ad-
দিনে দুপুর স্টেশনে (Santoshpur Station) খুন হল এক যুবক। সন্তোষপুর স্টেশনে বৃহস্পতিবার ঘটে গেল এক ভয়াবহ ঘটনা। এক যুবককে পিটিয়ে খুন করা হল স্টেশনের মধ্যেই। যদিও এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবকে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের এমডি আজাদ, তাঁর বয়স ২৮। এ দিন, আজ দুপুর সাড়ে বারোটা নাগাদ এক যুবক সন্তোষপুর স্টেশনের (Santoshpur Station) প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের কাছে শুয়ে ছিল। হঠাৎই একজন অভিযুক্ত যুবক তাঁর উপর চড়াও হয়। এরপরই লাঠি নিয়ে মাথায় ও তাঁর গায়ে মারতে থাকে। এরপরই ওই যুবক মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনাস্থল থেকে অভিযুক্ত পালিয়ে যায়।
ঘটনার পর আহতকে জিআরপি পুলিশ উদ্ধার করে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তাঁকে। গোটা ঘটনায় সন্তোষপুর স্টেশন চত্ত্বরে উত্তেজনা ছড়ায়। জিআরপি পুলিশ ওই অভিযুক্তকে গ্রেফতার করে। স্থানীয় বাসিন্দার বক্তব্যে জানা গিয়েছে,”ছেলেটির নাম বুলবুলি খান। ওর থেকে মদ খাবে বলে টাকা কেড়ে নেয় ছেলেটা। এরপর ঝাড়ু দেওয়ার লাঠি দিয়ে পিটিয়ে খুন করে সে।”
- Ad -