Abandoned Car Recover: সোদপুরে পরিত্যক্ত গাড়ি ঘিরে রহস্য! গাড়ি থেকে বাজেয়াপ্ত টাকা গোনার মেশিন সহ একাধিক মোবাইল ফোন

 

 

পল্লব হাজরা, সোদপুর: সোদপুর অমরাবতী অঞ্চল থেকে পরিত্যক্ত গাড়ি ঘিরে ছড়াল চাঞ্চল্য। স্থানীয় সূত্রে খবর বেশ কিছু দিন ধরে অজ্ঞাত গাড়িটি দাঁড়িয়ে থাকা অবস্থায় অনেকেরই নজরে আসে। পরবতী সময় খড়দহ থানার পুলিশ এসে গাড়িটি আটক করে নিয়ে যায়। গাড়িটির মধ্যে পাওয়া গেছে টাকা গোনার মেশিন সহ ১৬টি মোবাইল যা ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর এর পাশাপাশি বেশ কিছু প্যানকার্ড, প্রেসকার্ড সহ এটিএম কার্ড মিলেছে সাদা রঙের XUV গাড়ি থেকে।

 

 

জানা গিয়েছে, বাঁকুড়া আঞ্চলিক পরিবহন দপ্তরের থেকে রেজিস্ট্রেশন হওয়া গাড়িটি সেলিম মিদ্যা নামে এক ব্যক্তির । গাড়িটির বয়স প্রায় ১০ বছর।

 

পানিহাটি পৌরসভার উদ্যোগে অমরাবতীর ময়দানে শুরু হয়েছে “পানিহাটি এক্সপো মেলা”। তারই ভি আইপি গেটের সামনে এই পরিত্যক্ত গাড়ি ঘিরে বাড়ছে জল্পনা। তবে ঠিক কি কারণে বাঁকুড়ার গাড়ি সোদপুর এলো! টাকা গোনার মেশিন ও নথি গুলি নিযে আসল উদ্দেশ্যে কি ছিল সবটাই তদন্ত করে দেখছে খড়দহ থানার পুলিশ।

Google news