Shahrukh Khan: আইপিএল ফাইনালে কি মাঠে থাকছেন কিং খান? জেনে নিন আপডেট 

Shah cc

রবিবাসরীয় ফাইনালে কি মাঠে থাকবে না কিং খান? সেরকমই আশঙ্কা তৈরি হয়েছিল। আমদাবাদে কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ কোয়ালিফায়ার ওয়ান ম্যাচ দেখতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন শাহরুখ খান (Shahrukh Khan)। কেকেআর মালিককে ভর্তি করা হয়েছিল আমদাবাদের এক হাসপাতালে। চিকিৎসকেরা জানিয়েছিলেন, প্রবল গরমে ডিহাইড্রেশনের শিকার হয়েছেন বলিউডের বাদশা। সেই থেকেই প্রমাদ গুনছিলেন নাইট সমর্থকেরা।

রবিবার চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে আইপিএল ফাইনালে থাকতে পারবেন তো বাজিগর? তিনি না থাকা মানে যে কেকেআরের ঝাঁঝটাই কমে যাবে বেশ খানিকটা।

তবে অসংখ্য ভক্ত-অনুরাগীরা আশ্বস্ত হতে পারেন একটি খবরে। সব কিছু ঠিকঠাক চললে, কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ আইপিএল ফাইনালে মাঠে হাজির থাকছেন শাহরুখ(Shahrukh Khan)। সঙ্গে কন্যা সুহানা, ছোট ছেলে আব্রাম-সহ প্রায় পুরো দল। কেকেআর শিবিরে ফোন করে জানা গেল, দলকে বাজিগর জানিয়ে দিয়েছেন, ‘ম্যায় হুঁ না…’। তাঁর জন্য চেন্নাইয়ে কেকেআরের টিমহোটেলে ঘর বুক করে রাখা আছে। নাইট শিবির থেকে খোলাখুলি কিছু বলা হচ্ছে না এখনও। তবে বিশ্বস্ত সূত্রের খবর, চেন্নাইয়ে থাকছেন এসআরকে।

আর তিনি থাকা মানেই আইপিএল ফাইনালের উন্মাদনা কয়েক গুণ বেড়ে যাবে। শুধু তাঁকে দেখার জন্য ভরে যেতে পারে মাঠ। শেষ মুহূর্তে শুরু হয়ে যেতে পারে টিকিট নিয়ে হাহাকার।

শাহরুখ থাকা মানে শুধু তো ফাইনালের জৌলুস বাড়া নয়, সেই সঙ্গে কেকেআর শিবিরের মনোবলও দ্বিগুণ হয়ে যাওয়া। শুধু সিনেমার সংলাপে নয়, বাস্তবেও তিনি যে কোনও মানুষকে শুধু কথা বলে উদ্বুদ্ধ করতে পারেন।

Google news