Share Market: কী বলছে শেয়ার বাজার? মসনদে কে বসতে চলেছে?

Bombay Stock Exchange

‘তিসরি বার মোদি সরকার, আব কি বার ৪০০ পার’- এই স্লোগানকে সামনে রেখেই লোকসভা নির্বাচনের লড়াইয়ে নেমেছিল বিজেপি ৷ ৬ দফার ভোট মিটেছে ৷ শেষ তথা সপ্তম দফার ভোটগ্রহণের বাকি আর মাত্র একদিন ৷ এদিকে এই সময়ে যখন কমিশনের নির্দেশে বুথ ফেরত সমীক্ষা পাওয়ার কোনও উপায় নেই, ঠিক তখনই ফলাফলের নয়া পূর্বাভাস দিয়ে দেশবাসীকে চমকে দিল সাট্টা বাজার (Share Market) ৷

মুম্বই বেটিং মার্কেটের( Share Market) ভবিষ্যদ্বাণী, এবারও নরেন্দ্র মোদির দলের সহজ জয় নিশ্চিত ৷ তবে তৃতীয়বার কুর্সিতে বসলেও বিজেপির ‘৪০০ পার’-এর স্বপ্ন এবার অধরাই থেকে যাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে ৷ ষষ্ঠ দফার ভোট হয়ে যাওয়ার পর সাট্টা বাজার মনে করছে, বিজেপি একা হয়তো ২৯৫ টি থেকে ৩০৫টি আসন পেতে পারে ৷ আর কংগ্রেসের ঝুলিতে আসতে পারে ৫৫ থেকে ৬৫টি আসন । মুম্বই বেটিং মার্কেটের মতে, সবমিলিয়ে বিজেপির পক্ষে একা ৩৫০টি আসন জেতা বেশ কঠিন ।

ষষ্ঠ দফার পর ফলোদি বাজারের অনুমান, সারা দেশে বিজেপি একা 306 থেকে 310টি আসন পাবে এবং এনডিএ জোট মোট পাবে ৩৪৬টি আসন ৷ ফলোদি সাট্টা বাজার ভবিষ্যদ্বাণী করেছে যে, উত্তরপ্রদেশের মোট আশিটি লোকসভা আসনের মধ্যে বিজেপি পেতে পারে ৬৪-৬৫টি আসন । আর ‘ইন্ডিয়া’ ব্লক সে রাজ্যে ১৫-২০টি আসনে জিতবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে ।

লোকসভা নির্বাচনে গোটা দেশের নজর যে উত্তরপ্রদেশে, সেখানেও বিজেপির প্রত্যাশিত ফলাফলে পৌঁছনো সম্ভব হবে না বলে জানিয়ে দিয়েছে সাট্টা বাজার ৷ যোগীরাজ্যে গেরুয়া শিবির 80টি লোকসভা আসনের মধ্যে ৭০টি আসনে পদ্ম ফোটাবে বলে দাবি করে আসছে ৷ তবে সাট্টা বাজারের অনুমান, উত্তরপ্রদেশে ৬৪থে ৬৬টি আসন পাবে বিজেপি ৷

এ রাজ্যের হেভিওয়েট আসন অমেঠিতে প্রত্যাশিত পথে বিজেপির স্মৃতি ইরানিই জিতছেন বলে মনে করছে সাট্টা বাজার ৷ তাদের পূর্বাভাস, রায়বরেলি থেকে রাহুল গান্ধি সহজেই জিতবেন ৷ এছাড়াও উত্তরপ্রদেশে কনৌজ থেকে সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, মইনপুরী আসন থেকে তাঁর স্ত্রী ডিম্পল যাদব, লখনউ থেকে রাজনাথ সিং ও মেরঠ থেকে অরুণ গোভিল জয়ের হাসি হাসবেন বলে অনুমান করা হয়েছে ৷

Google news