shootout in titagarh:দিনদুপুরে শ্যুটআউট টিটাগড়ে, দুষ্কৃতীদের গুলিতে খুন তৃণমূল কর্মী

 

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর:  টিটাগড়ে ছেলের সামনে প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতীদের গুলিতে খুন আনোয়ার আলি নামে এক ব্যক্তি, ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়।

 

পুলিশ সূত্রে খবর, শুক্রবার টিটাগড়ের (Titagarh) জিসি রোড দিয়ে নমাজ পড়ে বাড়ি ফিরছিলেন নয়া বস্তির হায়দার আলি রোডের বাসিন্দা আনোয়ার আলি। সেই সময়ই মোটরবাইকে দুই দুষ্কৃতী এসে তাঁর দিকে লক্ষ্য করে গুলি চালান। গুলি সরাসরি এসে আনোয়ারের ডান গালে লাগে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি ঘটায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়ে বলে জানা গিয়েছে।

 

 

আনোয়ারের বন্ধু মোর্তজা আলী জানান, একটি সাইবার ক্যাফে ছিল, তাছাড়া জমিজমা সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বছর ছাপ্পান্নর আনোয়ার। টিটাগড়ের ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন তিনি। এলাকায় ‘ভাল ছেলে’ হিসেবেই পরিচিত ছিলেন। কিন্তু কে বা কারা তাঁর দিকে গুলি চালাল, এর নেপথ্যে কী কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা।

 

এদিকে বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস জানান, আনোয়ার তৃণমূলের সক্রিয় কর্মী ছিলেন। কিন্তু এই ঘটনার সঙ্গে রাজনৈতিক সম্পর্ক রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। ব্যবসায়িক কিংবা ব্যক্তিগত কারণও থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ও প্রশাসন। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

 

তবে জনবহুল এলাকায় প্রকাশ্য দিবালোকে এইভাবে গুলি চলায় আতঙ্কিত সাধারণ মানুষ। প্রশ্ন উঠছে আমজনতার নিরাপত্তা নিয়েও।

 

উল্লেখ্য, এই ঘটনায় উঠে আসছে সানি বলে একজনের নাম। তাঁর স্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

 

Google news