আবারও মাথা লক্ষ্য করে গুলি! নিশানায় বগুলার তৃণমূল কংগ্রেস নেতা

নিজস্ব প্রতিনিধি, বগুলা: আবারও গুলি সেই মাথায়! একের পর এক তৃণমূল নেতাদের লক্ষ্য করে কোথাও গুলি করে খুন ,কোথাও আবার বোমা মেরে খুন করার ঘটনায় উতপ্ত রাজ্য রাজনীতি। যেভাবে গত দিন কয়েক আগে পুরুলিয়ায় সদ্য জয়ী কংগ্রেসের কাউন্সিলর ও উত্তর ২৪ পরগনার পানিহাটিতে টিএমসির কাউন্সিলরকে খুন করা হয়।

আজ ফের গুলি চললো নদিয়া জেলায়। । গুলিবিদ্ধ ব্যক্তি তৃণমূল কংগ্রেস নেতা। ঘটনায় উত্তপ্ত হাঁসখালি।

জানা গিয়েছে, নদীয়ার বগুলা দু নম্বর পঞ্চায়েতের সদস্যা অনিমা মণ্ডলের স্বামী সহদেব মণ্ডল গুলিবিদ্ধ হন। হাঁসখালি থানার বগুলা মুড়োগাছা দরগাতলা পাড়ার বাসিন্দা তিনি। তাকে খুন করতে মাথা লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতিরা। গুরুতর জখম অবস্থায় সহদেব মণ্ডলকে প্রথমে বগুলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে স্থানান্তরিত করা হয় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

কিন্তু সেখানে তার শারীরিক অবস্থা আশঙ্কজনক হওয়ায় কলকাতার NRS হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

দশদিন আগে পুরুলিয়ার ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু ও উত্তর ২৪ পরগনার পানিহাটিতে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অনুপম দত্তকে মাথায় গুলি করে খুন করা হয়। একই দিনে জোড়া কাউন্সিলর খুনের জেরে রাজনৈতিক মহল গরম হয়েছিল। পরে ঝালদার ঘটনায় তদন্ত আরও জটিল হয়েছে।

এর মাঝে বীরভূমের বগটুই গ্রামে দশ জনকে পুড়িয়ে খুনের ঘটনায় মঙ্গলবার থেকে দেশ সরগরম। সেখানেও তৃণমূল কংগ্রেস উপ প্রধান ভাদু শেখকে বোমা মেরে খুন করা হয়। এর পর হয় ‘গণহত্যা’।

বীরভূমের উত্তপ্ত পরিস্থিতির মাঝে নদি আয় নদীইয়া পঞ্চায়েত সমিতি সদস্যার স্বামী গুলিবিদ্ধ হওয়ায় রাজনৈতিক মহল আলোড়িত।

Google news