Halisahar Municipality: রাজু সাহানিকে সরিয়ে শুভঙ্কর ঘোষকে পুরপ্রধান হালিশহরে

 

 

সৌভিক সরকার, হালিশহর    হালিশহরের পুরপ্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হলো রাজু সাহানিকে । তৃণমূল সূত্রের খবর, মঙ্গলবার তাকে দলের তরফে পুরপ্রধানের পদ থেকে পদত্যাগ করতে বলা হয়েছে এবং ওই পদত্যাগপত্র মহাকুমাশাসকের কাছে পাঠিয়ে দিতে বলা হয়েছে। অন্যদিকে আজ বুধবার হালিশহর পুরসভার গেস্ট হাউসে কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসেছে ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্ব।

 

যে বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সভাপতি তাপস রায়, নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, স্থানীয় বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী সহ পুরসভার সকল পুরপ্রতিনিধিরা। সেখানেই কাউন্সিরলদের বৈঠকে নতুন পুরপ্রধানের নাম ঘোষণা করলেন জেলা সভাপতি । বর্তমান উপপুরপ্রধান শুভঙ্কর ঘোষকে পুরপ্রধান করা হলো ৷ স্বভাবতই সেই পদটি খালি হল এবং সেই জায়গায় উপপৌরপ্রধান হলেন হিমানিস ভট্টাচার্য । চিটফান্ড মামলায় গ্রেপ্তার হয়েছিল রাজু সাহানি । যদিও বর্তমানে তিনি জামিনে মুক্ত হলেও তাকে পুরসভায় যেতে নিষেধ করা হয়েছিল বলে তৃণমূল সূত্রে খবর । তার জায়গায় উপপুরপ্রধান শুভঙ্কর ঘোষই পুরপ্রধানের দায়িত্ব সামলাচ্ছিল ।

Google news