বারাণসীতে মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখানোর প্রতিবাদে মৌন মিছিল বরাহনগরে

পল্লব হাজরা, বরাহনগর: উত্তর প্রদেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিজেপি কর্মীদের কালো পতাকা দেখানোর প্রতিবাদে মৌন মিছিলে অংশগ্রহণ করে প্রতিবাদ জানান দক্ষিণ বরাহনগর তৃণমূল কংগ্রেস সমর্থক।

শুক্রবার বিকেলে বরাহনগর ১০৪ এ.কে.মুখার্জী রোড থেকে মিছিলের সূচনা হয়। মৌন মিছিলে উপস্থিত ছিলেন বরাহনগর পুরসভার প্রাক্তন মুখ্যপ্রশাসক অপর্ণা মৌলিক, দক্ষিণ বরাহনগর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ বর্ধন, অঞ্জন পাল, দিলীপ নারায়ণ বসু সহ সদ্য পুরভোটে জয়ী অন্যান্য তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। এদিন মিছিলে থাকা তৃণমূল কর্মীদের প্রত্যেকের বুকে ছিল কালো ব্যাচ।

প্রসঙ্গত উত্তর প্রদেশ বিধানসভা ভোটে অখিলেসের হাত শক্ত করতে বুধবার উত্তর প্রদেশে রওনা হন মমতা বন্দ্যোপাধ্যায়। বিমান বন্দর থেকে বারাণসী দশাশ্বমেধ ঘাট যাওয়ায় পথে রাজ্যের মুখ্যমন্ত্রীর গাড়ী ঘিরে কালো পতাকা হাতে বিক্ষোভ দেখায় বিজেপি সমর্থক। ওঠে জয় শ্রীরাম ধ্বনি । জয় শ্রীরাম ধ্বনির পাল্টা ‘জয় হিন্দ’ স্লোগান দেন মমতা। অপরদিকে অখিলেশ সমর্থক মমতা জিন্দাবাদ’ ধ্বনি তোলেন সেই সময়। কঠোর নিরাপত্তা বলয় থাকা সত্ত্বেও এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

Google news