Khardah: ফুলে ভরে উঠেছে মাঠ, পুষ্প প্রদর্শনী দেখতে খড়দহে উপচে পড়া ভিড়

পল্লব হাজরা,খড়দহ: সময়ের সাথে সাথে মানুষ হয়ে উঠছে যান্ত্রিক। ব্যস্ততম সময় দাঁড়িয়ে তাই সময় পেলেই প্রকৃতির কোলে ছুটে যায় মন। তাই বছরের প্রথম দিনে প্রতিবছর পুষ্পপ্রেমী মানুষের কাছে রকমারি ফুলের সৌন্দর্য উপহার নিয়ে হাজির হয় খড়দহ (khardah) পুষ্প প্রদর্শনী কমিটি। রজতজয়ন্তী বর্ষে মেলায় দেখা মিলছে ডালিয়া, গোলাপ, অর্কিড, চন্দ্রমল্লিকা, বনসাই, ক্যাকটাস সহ বিভিন্ন প্রজাতির ফলের গাছ। বর্ষ শুরুতে এই মেলার শুভ উদ্বোধন করেন চিত্র পরিচালক শতরূপা সান্যাল(Shatarupa Sanyal)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিকিৎসক বিজ্ঞানী দীপ্যমান গাঙ্গুলী সহ অন্যান্যরা।

খড়দহ পুষ্প প্রদর্শনী কমিটির উদ্যোক্তা অতীন বসু জানান, রজতজয়ন্তী বর্ষে চার হাজারের মতো বিভিন্ন প্রজাতির ফুল প্রদর্শিত হচ্ছে। যার মধ্যে ডালিয়া, গোলাপ, চন্দ্রমল্লিকা, ক্যাকটাস, বনসাই পাশাপাশি থাকছে বিভিন্ন প্রজাতির ফল ও সবজি।

স্থানীয় সঞ্চারি রায় বলেন, নতুন ক্যালেন্ডার(Calendar) পেয়ে সাধারণ মানুষ যেমন দাগ দিয়ে রাখে বছরের নানান পরিকল্পনা। তেমন ভাবে আমরাও পুষ্পমেলায় কোন কোন দিন কি কি কর্মসূচি তা আগে থাকতেই স্থির করে রাখি। এখানে এলে গোলাপ, চন্দ্রমল্লিকা, ডালিয়া, অর্কিড , গাঁদা, বনসাইয়ের মতো বিভিন্ন প্রজাতির গাছ দেখে পুষ্পপ্রেমীরা নিশ্চিত ভাবে খুশি হবেন।

মধ্যমগ্রাম থেকে আগত পুষ্পপ্রেমী অভিজিৎ রায় বলেন, প্রতিবছর এই মেলায় পরিবারের সাথে আসি। বাড়ির শিশুদের ফুল ও ফলের সাথে পরিচয় ঘটানোর জন্যই পুষ্পমেলায় আসার মূল উদ্দেশ্য।

উদ্বোধনের প্রথম দিন থেকেই সাধারণ মানুষের ঢল নামে রহরা গভর্মেন্ট কলোনির মাঠে। আগামী ৪ঠা জানুয়ারি পর্যন্ত চলবে এই প্রদর্শনী।

Google news