Sonia Gandhi: ‘মহালক্ষ্মী’ যোজনার আওতায় প্রত্যেক মহিলাকে ১ লক্ষ টাকা, ভিডিও বার্তা সোনিয়া গান্ধীর

Sonia Gandhi

লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ শুরু হয়েছে আজ। এদিকে, কংগ্রেস নেত্রী ও ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) দেশের মহিলাদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন। নিজের ভিডিও বার্তায় সোনিয়া গান্ধী বলেন, কংগ্রেস সরকার ক্ষমতায় এলে ‘মহালক্ষ্মী’ যোজনার আওতায় প্রত্যেক মহিলা প্রতি বছর এক লক্ষ টাকা করে পাবেন। স্বাধীনতা সংগ্রাম থেকে আধুনিক ভারত গঠনে মহিলাদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, শুধুমাত্র কংগ্রেসের হাতই এখন মহিলাদের  অবস্থা বদলাতে পারবে।

আসলে সোনিয়া গান্ধী বলেছিলেন, ‘আমার প্রিয় বোনেরা। স্বাধীনতা সংগ্রাম থেকে আধুনিক ভারতের সৃষ্টি পর্যন্ত মহিলাদের অবদান অপরিসীম। কিন্তু, আজ আমাদের মহিলারা ভয়াবহ মুদ্রাস্ফীতির মধ্যেও এক সঙ্কটের সম্মুখীন হচ্ছেন। তাঁদের কঠোর পরিশ্রম ও তপস্যার প্রতি ন্যায়বিচার করতে কংগ্রেস একটি বৈপ্লবিক পদক্ষেপ নিয়েছে। কংগ্রেসের ‘মহালক্ষ্মী’ যোজনার আওতায় আমরা প্রতি বছর দরিদ্র পরিবারের একজন মহিলাকে ১ লক্ষ টাকা দেব। ইতিমধ্যেই কর্ণাটক ও তেলেঙ্গানায় আমাদের প্রতিশ্রুতি কোটি কোটি পরিবারের জীবনকে বদলে দিয়েছে।’

সোনিয়া গান্ধী আরও বলেন, মনরেগা হোক, তথ্যের অধিকার হোক, শিক্ষার অধিকার হোক বা খাদ্য নিরাপত্তা। আমাদের প্রকল্পগুলির মাধ্যমে কংগ্রেস লক্ষ লক্ষ ভারতীয়কে ক্ষমতায়িত করেছে। ‘মহালক্ষ্মী’ যোজনা আমাদের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার সর্বশেষ গ্যারান্টি। এই কঠিন সময়ে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে, কংগ্রেসের হাত আপনাদের সঙ্গে রয়েছে এবং এই হাত আপনাদের পরিস্থিতি বদলে দেবে। ধন্যবাদ জয় হিন্দ।’

ভিডিওটি নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। ভিডিওটির মোট দৈর্ঘ্য ১. ৩৭ মিনিট। সোনিয়া গান্ধী এবার রায়বেরেলি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন না এবং দল তার পরিবর্তে রাহুল গান্ধীকে প্রার্থী করেছে। আমেঠিতে কংগ্রেস গান্ধী পরিবারের পুরনো বন্ধু কেএল শর্মাকে প্রার্থী করেছে।

Google news