বিশেষ নজর টিকাকরণে! বরাহনগর পুরসভার উদ্দ্যোগে একসাথে ৬ টি ওয়ার্ডে ‘কোভিড ভ্যাকসিন ক্যাম্প’

পল্লব হাজরা, বরাহনগর: কোভিড আবহে জর্জরিত বিশ্ববাসী। রয়েছে অনেক সরকারি বিধিনিষেধ। করোনার দ্বিতীয় ঢেউ শেষ হতে না হতে বেশ কিছু সমীক্ষায় উঠে আসছে করনার তৃতীয় ঢেউ আসার সংকেত। এই সময় দাঁড়িয়ে টিকা করনের উপরেই ভরসা রাখছেন বিশেষজ্ঞ মহল।

 আর সেই গাইডলাইন মেনেই টিকার কিছুটা ঘাটতি থাকলেও টিকাকরনে বিশেষ নজর রাখছে রাজ্য সরকার।    এদিকে আর এক মাসও বাকি নেই বাঙালির শ্রেষ্ঠ শারদ উৎসবের। ফলে সরকারি বিধি-নিষেধকে মান্যতা দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এলাকার সমস্ত মানুষজনেদের টিকাকরণ শেষ করার লক্ষ্যে বরাহনগর পুরসভা।

রবিবার বরাহনগর পুরসভার উদ্দ্যোগে একই দিনে একসাথে ১৪,১৫,১৬,২২,২৩ এবং ২৪ মোট ছ’টি ওয়ার্ডে কোভিড ভ্যাকসিন ক্যাম্পের আয়জন করা হয়।

বরাহনগর পুরসভার নোডাল ও স্বাস্থ্য দপ্তরের কো অর্ডিনেটার ডঃ পাপিয়া রায় জানান, দ্রুত টিকাকরনে বরাহনগর স্বাস্থ্যকেন্দ্র গুলির সাথে সাথে ওয়ার্ড ভিত্তিক টিকাকরনে কাজ চলছে। কোভিড শিল্ডের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের উভয় টিকা মিলছে আজকের এই কর্মসূচির মাধ্যমে।

বরাহনগর দমদম আনন্দ আশ্রম সারদা বিদ্যাপীঠ, শরৎ চন্দ্রধর বালিকা বিদ্যালয়, নেতাজি কলোনি সেবা সংঘে আজ টিকাকরনের কাজ চলে। স্থানায় মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।

Google news