বিনোদন জগতে ফের নক্ষত্রপতন! প্রয়াত জনপ্রিয় অভিনেতা বিক্রম গোখলে

খবর এইসময় ডেস্কঃ হিন্দি এবং মারাঠি চলচ্চিত্র জগতে ফের শোকের ছায়া। প্রয়াত হলেন জনপ্রিয় এবং বর্ষীয়ান অভিনেতা বিক্রম গোখলে। বেশ কয়েকদিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। গত সপ্তাহেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।  তাঁর শারীরিক পরিস্থিতি সংকটজনক বলেই জানা গিয়েছিল, তবে আজ রাতেই প্রয়াত হন বলিউডের বর্ষীয়ান অভিনেতা বিক্রম গোখলে।

সংবাদ সংস্থার খবর অনুযায়ী বার্ধক্যজনিত রোগের সাথে গলা সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন তিনি । তবে বেশ কিছু দিন ধরে গুরুতর অসুস্থ হয়ে পুণের দীননাথ মঙ্গেশকর হাসপাতালে ভর্তি ছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। বুধবার সকাল থেকেই শারীরিক অবস্থা সঙ্কটজনক হতে থাকে। রাতেই তিনি পাড়ি দেন না ফেরার দেশে। মৃত্যুকালীন অভিনেতার বয়স হয়েছিল ৮২ বছর।

প্রসঙ্গত, ১৯৭১ সালে মাত্র ২৬ বছর বয়সে সিনেমা জগতে হাতে খড়ি। তাঁর প্রথম ছবি ‘পরওয়ানা’ যে ছবির মুখ্য চরিত্রে ছিলেন অভিতাভ বচ্চন । হিন্দি এবং মারাঠি চলচ্চিত্র এবং থিয়েটারে দাপিয়ে কাজ করেছেন অভিনেতা বিক্রম গোখলে। অভিনেতার গলায় কিছু সমস্যার কারণে থিয়েটারকে বিদায় জানিয়েছিলেন আগেই। এরপর একে একে হাম দিল ডে চুকে সনম, অগ্নিপথ, খুদাগাওয়া, ক্রোধ, বলবান, জজবাত, লাকি: নো টাইম ফর লাভ, কিসনা: দ্য ওয়ারিয়র পোয়েট, কুছ তুম কহো কুছ হাম কহে, ভুল ভুলাইয়া, তুম বিন, ব্যাং ব্যাং, ফিরঙ্গী, হিচকি, আইয়ারি, মিশন মঙ্গল-সহ একাধিক হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি থিয়েটারের মঞ্চেও অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন।

  •  ২০১০ সালে জাতীয় পুরস্কার পান মারাঠি সিনেমা অনুমতির জন্য। তাঁর মৃত্যুতে শোকাহত গোটা অভিনয় জগৎ।

Google news