নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর: গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য এসটিএফের অফিসারেরা সোদপুর সুখচর এলাকা বিটি রোড থেকে একটি ট্রাকসহ ৫০০০ নিষিদ্ধ ওষুধ ফেনসিডিল উদ্ধার করল,ঘটনায় গ্রেপ্তার হয়েছে চার জন,বেশ কয়েকদিন ধরে গোপন রাজ্য এসটিএফ অফিসারদের কাছে খবর আসছিল বিভিন্ন গাড়িতে করে নিষিদ্ধ ওষুধ উত্তর প্রদেশ ও কানপুর থেকে এ রাজ্যে প্রবেশ করছে।
এই খবরের ভিত্তিতে আজ সন্ধ্যাবেলা রাজ্য এসটিএফের অফিসারেরা খড়দহ থানার অন্তর্গত সোদপুর সুখচর বিটি রোড এলাকায় ফাঁদ পেতে অপেক্ষা করেন। কিছুক্ষণের মধ্যেই উত্তরপ্রদেশের নাম্বার প্লেট লাগানো একটি ট্রাক সেখান থেকে যাচ্ছিল।
এসটিএফের অফিসারেরা তৎক্ষণাৎ ট্রাকটিকে ধরে ফেলে। চালকসহ ৫ জন ছিল ওই ট্রাকটিতে তবে, ট্রাকটি ধরে ফেলার সময় একজন পালিয়ে গেলেও চারজন কে হাতেনাতে গ্রেফতার করে এসটিএফ অফিসারেরা। কিন্তু উদ্ধার হওয়া নিষিদ্ধ ওষুধের ছবি তুলতে গেলে মোহন রায় নামে এসটিএফের এক অফিসার ছবি তুলতে বাধা দেয় এমনকি ক্যামেরা চড় মেরে ফেলে দেয়।